Maha Nabami: মহা নবমীর রাত্রে এক বিরাট বস্ত্রদান শিবির

Published By: Khabar India Online | Published On:

  সুমিত ঘোষ, মালদা: কমলাবাড়ী অগ্নি-শিখা ক্লাবের পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবী জয়দেব ঘোষের উদ্যোগে বৃহস্পতিবার মহা নবমীর রাত্রে এক বিরাট বস্ত্রদান শিবিরের আয়োজন করা হল। এদিন সংশ্লিষ্ট এলাকার পাঁচ শতাধিক দুঃস্থে্য হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়।

আরও পড়ুন -  সতর্ক বার্তা হাওয়া অফিসের, বৃষ্টি হবে আগামী বেশ কয়েকদিন

এদিনের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী প্রসেনজিৎ ঘোষ, ইংলিশবাজার থানার এসআই কাজল ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী দয়াল ঘোষ, তৃণমূল নেতা হৃদয় ঘোষ, সজল ঘোষ সহ ক্লাব কর্তারা। জানা যায় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই এলাকার বিশিষ্ট সমাজসেবী জয়দেব ঘোষ এবং দয়াল ঘোষ এই উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। এবছর করোনা আবহে আর্থিক সংকটের মুখে অনেক পরিবারই। সেইদিক মাথায় রেখে এবছর একটু বড় আকারে এই বস্ত্র দান শিবির এর উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।

আরও পড়ুন -  চারটি কন্যা সন্তানের জন্ম দেওয়াই স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টা স্বামীর