‘Abdar’: সুরুচি সংঘের পুজোর থিম ‘আবদার’

Published By: Khabar India Online | Published On:

কোন পুজো কাকে টেক্কা দিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নেবে তা নিয়ে পুজোর অনেক আগে থেকেই চলতে থাকে জোরদার প্রস্তুতি। সাবেকিয়ানা থেকে বনেদিয়ানা কিংবা আধুনিকতায় থিমের ছোঁয়া একে অপরকে টক্কর দিতে থাকে। পুজোর কটা দিন মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল উপচে পড়ে। এবারের সুরুচি সংঘের পুজোর থিম ‘আবদার’। প্রতিবছর এই অভিনব ভাবনা দিয়ে সুরুচি সংঘ প্রত্যেকের নজর কাড়ে। এবার ব্যতিক্রম হল না।  বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ভাবা হয়েছে এখানকার পুজোর থিম। দীর্ঘ দেড় বছর ধরে মহামারী কেড়ে নিয়েছে সাধারণ মানুষের সাধারণ জীবনযাত্রা ।শিশু থেকে বয়স্ক প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মানুষ মারণ ভাইরাস করোনার আতঙ্কে আতঙ্কিত থাকে। আতঙ্ক থেকে জীবজগতকে রক্ষা করার আবদার নিয়েই তৈরি হয়েছে সুরুচি সংঘের পুজোর থিম। মন্ত্রী অরূপ বিশ্বাস এখানকার থিম সম্পর্কে বলেছেন, ছোট্ট শিশু যেমন তার মায়ের কাছে নতুন জামা-কাপড়ের জন্য আবদার করতে থাকে তেমনি বিশ্ববাসীর মা দুর্গার কাছে সকলের আবদার পৃথিবীকে করোনা মুক্ত করার।

আরও পড়ুন -  পুলিশের মানবিক মুখ

সুরুচি সংঘের মন্ডপ সজ্জার মাধ্যমে সেই ভাবনাই ফুটে উঠেছে। এই মন্ডপে দেখা গেছে যে শিশু তার মায়ের কাছে নতুন জামার জন্য আবদার করছে এবং কবে তাকে জামা কিনে দেওয়া হবে সেই নিয়ে মাকে প্রশ্ন করছে।এর পাশাপাশি গৃহবন্দি শিশু মনের কষ্টগুলো তুলে ধরা হয়েছে মন্ডপ সজ্জার মাধ্যমে।এই মন্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে শিশুদের জামা। কলকাতার বিভিন্ন দোকানের সাইনবোর্ড ঝোলানো হয়েছে মন্ডপে। পঞ্চমীর দিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার পুজোর উদ্বোধন করেন।এই সময় উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও।

আরও পড়ুন -  জিম এবং শ্যুটিংয়ের ক্ষেত্রে নবান্ন থেকে জারি হল নতুন নির্দেশিকা