33 C
Kolkata
Saturday, May 18, 2024

নারী রূপেণ সংস্থিতা, দুর্গা রূপেণ সংস্থিতা

Must Read

নারী রূপেণ সংস্থিতা, দুর্গা রূপেণ সংস্থিতা

প্রায় পাঁচ বছর হয়ে গেলো বিনীতা এক কন‍্যা সন্তান নিয়ে বাপের বাড়ির তেতলার এক ঘরে থাকে। কন‍্যা সন্তানের জন্ম দেওয়ায় তার স্বামী তাকে রেখে যায় তার বাপের বাড়ি। সেখানে ভাই ও ভাইয়ের বউদের কথায় তার ঠাঁই হয় তিনতলা বাড়ির পশ্চিম খোলা চিলেকোঠা ঘর। এখন তার আর তার পাঁচ বছরের কন‍্যার একমাত্র ঠিকানায় ঐ পশ্চিমখোলা পূব দুয়ারী চিলেকোঠা ঘরটা। গত বছরগুলোর মতোই এবারও বিনীতা তেতলার পশ্চিমী জানালার ধারে বসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহালয়া শোনার অপেক্ষায় রেডিও টার আওয়াজটা বাড়িয়ে দেয়। বাইরে তখনও আঁধার কাটেনি, কিছু নিশাচর পাখি তখনও নিজের গলার আওয়াজে নিজের অস্বিত্বের কথা জানান দিচ্ছে। পূব আকাশে রক্তিম সূর্যটা কেবলই মেঘের আড়ালে লুকোতে চায়ছে। সারা বাড়িটা ঘুটঘুটে অন্ধকারে একদম নিস্তব্ধ হয়ে আছে। এমন সময় রেডিওর আওয়াজে ভেসে উঠলো,
“আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে ধ‍্যান মঞ্জীর
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ‍্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা”।
একগুচ্ছো মিষ্টি শিউলি ফুলের সুবাস ভেসে এলো বিনীতার অশ্রুবিগলিত নাকে। পশ্চিমী জানালার পর্দাটা তখন তার আলতো ছোঁয়া দিচ্ছিলো বিনীতার শূণ‍্য সিঁথিতে। বিনীতা তখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মোহিত হয়ে আচ্ছন্ন হয়ে পড়েছে। পূব আকাশের রক্তিম সূর্যটা তখন ধীরে ধীরে মেঘের কোল ঘেঁসে প্রকাশিত হতে লেগেছে। পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুর ভেসে আসছিলো তন্দ্রাচ্ছন্ন বিনীতার কানে; রেডিও য় তখন ধ্বনিত হচ্ছে,
“বাজলো তোমার আলোর বেণু,
মাতল যে ভূবন।
আজ প্রভাতে সে সুর শুনে
খুলে দিনু মন”।
সেই সুকণ্ঠের সুরে তন্দ্রাচ্ছন্ন বিনীতা, সিঁদুর রাঙা সিঁথিতে- লাল শাড়িতে- দশ হাতে দশ অস্ত্র শোভিত, সিংহবাহিনী মা কে দেখতে পেলো; কিন্তু সেই মায়ের মুখ অবয়বে সে, যে মুখ দেখলো তা দেখে বিনীতা স্তম্ভিত হয়ে গেলো…! সেই তেজস্বিনী ত্রিনয়ণী সিংহবাহিনী মায়ের মুখে বিনীতা নিজের মুখাবয়ব দেখতে পেলো।বিনীতার কানে ক্রমশ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনীর সেই সুর ভেসে আসতে লাগলো,
“ইয়া দেবী সর্বোভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা ।
ইয়া দেবী সর্বোভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা ।
ইয়া দেবী সর্বোভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা ।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ ।।

আরও পড়ুন -  দুগ্গা দুগ্গা

সুমনা বাগচী। লেখিকা

Latest News

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img