Metros: সপ্তমী, অষ্টমী, নবমীতে ২০৪টি মেট্রো চলবে দশমীতে ১৩৮টি মেট্রো চলবে

Published By: Khabar India Online | Published On:

দুর্গাপুজোয় সপ্তমী, অষ্টমী এবং নবমীতে আপ ও ডাউন মিলিয়ে ২০৪টি মেট্রো চলবে । সকাল ১০-টা থেকে মধ্যরাত পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে । এই পরিষেবাগুলির মধ্যে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে ১৭১টি মেট্রো চলবে । দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে প্রথম মেট্রো পরিষেবা মিলবে সকাল ১০-টায় । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ১০.৪৮, দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ১১-টায় শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে । ৬ মিনিট অন্তর মেট্রো চলবে । আপের দিকে বিকেল ৪টে থেকে রাত ৮-টা পর্যন্ত ৪০টি এবং ডাউনের দিকে বিকেল ৪-টে থেকে রাত ৮-টা পর্যন্ত ৪০টি ট্রেন চলবে ।

আরও পড়ুন -  বসের সঙ্গে ঘনিষ্ঠ যুবতী টাকার লোভে, এই সাহসী দৃশ্যের সব সীমা পার সিরিজটি

দশমীতে আপ ও ডাউন মিলিয়ে ১৩৮টি মেট্রো চলবে । সেদিন সকাল ১০-টা থেকে রাত সাড়ে ১০-টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে । এরমধ্যে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে ১৩৫টি ট্রেন চলবে । দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে প্রথম ট্রেন সকাল ১০-টায় । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৯.১৮ মিনিটে । দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ৯.৩০ মিনিটে শেষ মেট্রো পাওয়া যাবে । ১০ মিনিট অন্তর এই মেট্রো চলবে । আপ এবং ডাউনের দিকে বেলা ১১.১০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত ৬২টি মেট্রো চলবে । কোন টোকেন টিকিট দেওয়া হবে না । যাত্রীদের সামাজিক দূরত্ব এবং মেট্রো প্রাঙ্গণে অন্যান্য সমস্ত কোভিড বিধি মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে । সূত্রঃ পিআইবি

আরও পড়ুন -  মেট্রো সংখ্যা বাড়ছে কলকাতায়, স্বাভাবিক হচ্ছে মেট্রো পরিষেবা