BigNews: মনোয়ন জমা দিতে গিয়ে তথ্য লুকিয়েছেন মমতা, ফাঁস করলো বিজেপি

Published By: Khabar India Online | Published On:

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসন্ন ভবানীপুর উপনির্বাচনে মনোয়ন জমা দিতে গিয়ে তথ্য গোপন রেখেছে বলে দাবি করলো বিজেপি। এর আগে বিজেপি নন্দীগ্রামে একই ধরনের অভিযোগ দায়ের করেছিলেন। আর এবার ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তীব্রেওয়ালের নির্বাচনী এজেন্ট অভিযোগ করে বলেন ‘মনোয়ন জমা দেওয়ার সময় মমতা ব্যানার্জি নিজের বিরুধ্যে হওয়া মামলার কথা উল্লেখ করেননি মনোনয়ন পত্রে। তাই এই বিষয়ে নির্বাচনী হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি।

আরও পড়ুন -  Indian Railway Facts: X বা LV লেখা থাকে ট্রেনের পিছনের বগিতে, এর অর্থ জানেন?

(আধুনিক ব্যস্ততার যুগে মানুষ এখন ব্যস্ত ঘড়ির কাটার থেকেও বেশি। তাই সবদিক খেয়াল রেখেই আমরা এখন থেকে বিস্তারিতর পরিবর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অভিনব বিষয়। আপনাদের সময় বাঁচাতে ও সম্পূর্ণ খবর কয়েক মুহূর্তের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমরা শুরু করেছি ‘Short News ‘ বিভাগ যার মাধ্যমে আপনারা জানতে পারবেন বস্তু নিস্ট সঠিক ও সম্পূর্ণ খবর। অতিরিক্ত শব্দের কচকচি নয় যা আপনার জানার দরকার তাই থাকবে এই বিভাগে নিয়মিত আপডেট পেতে তাই ফলো করুন আমাদের পেজ। আর সাথে থাকুন আমাদের।)

আরও পড়ুন -  Independence Day: মোদী-মমতার শুভেচ্ছা, স্বাধীনতা দিবসে দেশবাসীকে