31 C
Kolkata
Sunday, May 19, 2024

প্রশ্ন

Must Read

খবরইন্ডিয়াঅনলাইনঃ

প্রশ্ন

বাংলার প্রত্যন্ত গ্রামের আদিবাসী বস্তির
যে গণধর্ষিতা ষোড়শী যুবতীটিকে
গতবছর কন্ঠনালী কেটে,
রেললাইনের ধারে হত্যা করা হয়েছিল – আজ তার মৃত্যুবার্ষিকী ।।
সেদিন যে জনতার সমুদ্র নিঃশব্দে নীরবে মোমবাতি হাতে নিয়ে
ধিক্কার ও শোকমিছিল করতে এসেছিল
তাদের ভাঙা বেড়ার কুড়েঘরে ,
আজ তারা বহুদূরে সুরম্য অট্টালিকায় বসে –
সেই মোমবাতি জ্বেলে প্রিয়জনের জন্মদিন পালনে ব্যস্ত ;
সশব্দ করতালিতে নৈঃশব্দ শতটুকরো করে ভেঙে – তারা
প্রিয়জনের সুদীর্ঘ পরমায়ু কামনায় ব্যস্ত ।।
শুধু সমস্ত রাত সেই আদিবাসী যুবতীর মা
ডুকরে ডুকরে কেঁদেছে মাটিতে লুটিয়ে পড়ে।।

আরও পড়ুন -  Virat-Anushka: বাবার সাথে ছোট্ট পায়ে খেলতে ব্যস্ত ভামিকা, সেই মুহূর্তের ছবি তুললেন অনুষ্কা !

জেলেপাড়ার যে তরুণী বধূটিকে কন্যাসন্তান প্রসবের
চরমতম অপরাধে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল,
তার সদ্যজাত কন্যার সাথে –
নাঃ আজ তার মৃত্যুবার্ষিকী নয় !
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে বেঁচেছিল আরো দুটি দিন –
সরকারী হসপিটালের জেনারেল ওয়ার্ডে।।
যে বিরোধী দলনেতা তাঁর অনুগত দলীয় কর্মীদের নিয়ে
এসেছিল শোক ও সমবেদনাশ্রু জ্ঞাপন করতে,
তাকে করজোড়ে তরুণী শেষ মিনতি জানিয়েছিল –
প্রতিবাদ নয়, সে সুবিচার চায় ।।
আজ সেই বিরোধী নেতা উড়ে যাবেন বিদেশী শৈলাবাসে
তার বিশেষ বান্ধবীকে নিয়ে প্রমোদ-ভ্রমণে ।।
শুধু তরুণী হত্যার ডায়েরী লোকাল থানার বড়বাবুর টেবিলে
চাপা পড়ে আছে স্তুপীকৃত ফাইলের নীচে।।

আরও পড়ুন -  Hanging Body: ঝুলন্ত মৃতদেহ উদ্ধার লজ মালিকের

সেদিন আগুন জ্বালাতে প্রতিবাদী কলম তুলে নিয়েছিল হাতে তরুণ বিদ্রোহী কবি-
যখন কালো রূপহীনা মেয়ে, বিষ খেয়ে কন্যাদায় থেকে মুক্তি দিল তার বাপকে ।।
তরুণকবি তাঁর প্রথম প্রকাশিত কবিতার বই উৎসর্গ করেছিল সে’মেয়েকে
– তার বিষের জ্বালা মেটাতে।।
আজ সেই কবির দ্বিতীয় বই প্রকাশিত হল-
রোম্যান্টিক কবিতাপ্রেমী শিল্পপতির উৎসাহ ও অনুদানে-
রোম্যান্টিক প্রেমের কাব্য।।
শুধু ভিটেমাটি বেচে হঠাৎ কোথায় যেন দেশান্তরী হল
সেই মেয়ের অভাগা বাপ।।

বিয়ের দীর্ঘদিন পরও বংশপ্রদীপ জ্বালাতে না পেরে
যে ময়েটি ‘ডাইনী’ অপবাদে হারাতে বসেছিল নিরাপত্তা ,
তার প্রতিবাদে সেদিন নারী-সমিতি গর্জে উঠেছিল।।
আজ সে মেয়েটি আছে কোথায় যেন কোন অজ্ঞাতবাসে –
শুধু নারী-সমিতি এবছর মেতেছে নারীশক্তির জয়গানে
শক্তিরূপিণী মহিষাসুরমর্দিনীর বন্দনায়।।

আরও পড়ুন -  তোমাকে বলছি সময়

হে রুদ্রানল, তুমি কি জ্বালাবে আজ শুভচেতনার মশাল?
হে তরুণ, তুমি কি আজ সেই মশাল নিয়ে যাবে বয়ে?
মশাল, তুমি কি আজ দশদিক থেকে অন্ধকার দেবে মুছে?
অন্ধকার, তুমি কি আজ সব ভয়ানক দুঃস্বপ্নকে অন্ধকারেই মিলিয়ে দেবে?
দুঃস্বপ্ন, তুমি কি আজ তোমার সব আতঙ্ককে গ্রাস করে সুখনিদ্রা দেবে এনে?

মৌলি বণিক। কবি।

 

Latest News

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন।  ভোজপুরী সিনেমা: এক...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img