খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ ভেবেছিল ৩০ লাখ টাকা পাবে সন্তান এর জন্য। প্রায় আট মাসের বেবি বাম্প নিয়ে ক্লান্ত কৃতি। ওজন বেড়ে গেছে কৃতির। ১৫ কিলো ওজন বেড়ে গেছে।
এক চুটকিতে সব শেষ। সব হাসি ম্লান কৃতির। পেটে সন্তান তার নিজের নয়। সারোগেট মাদার হয়েছিলেন তিনি। এক বিদেশি দম্পতির সন্তান নেই। তাই তারা সারোগেসির মধ্যে দিয়ে সন্তানের মা বাবা হবেন। এদিকে কৃতি পুরো আট মাসের গর্ভবতী। ৩০ লাখ টাকা পাবেন সন্তানের জন্ম দিয়ে। গোল বাঁধে অন্য জায়গায়। ওই বিদেশি দম্পতি বলে দেয় যে তারা সন্তান নেবেন না।
View this post on Instagram
এদিকে পঙ্কজ এসে জানিয়ে দেন যে সন্তান নষ্ট করতে হবে কারণ ওরা বাচ্চা নেবে না। ব্যাস মাথায় হাত কৃতির। ব্যাপারটা একদম বাস্তবের গল্প নয়, ছবির নাম ‘ মিমি।’ ‘ মিমি ‘ ‘ হিন্দি ছবি মারাঠি ছবি ‘মালা আই ভাচে’র হিন্দি রিমেক। ছবিতেই কৃতিকে দেখা যাবে অন্তঃসত্বা এক মহিলার চরিত্রে। যিনি ট্যাক্সি ড্রাইভার হয়েও দালালি করবেন তিনি হলেন পঙ্কজ ত্রিপাঠী। পঙ্কজ হয়ে উঠবে কৃতির সন্তানের বাবা। ইতিমধ্যে ট্রেলার মুক্তি পেয়েছে মিমির। ।লক্ষ্মণ উটেকরের (Laxman Utekar) পরিচালনায় ট্যাক্সি ড্রাইভার ভানুর ভূমিকায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। এই প্রথম কৃতি ও পঙ্কজ একই ফ্রেমে কাজ করছেন। বলিউডে সারোগেসি নিয়ে সিনেমা নতুন নয়। সুজিত সরকারের ‘ভিকি ডোনর’ সিনেমাতেও তা তুলে ধরা হয়েছিল। বড় পর্দায় সাফল্য পায় আয়ুষ্মান খুরানার ‘ভিকি ডোনর’ এই সিনেমা মূলত সারোগেট মাদার কেন্দ্রিক একটি কৌতুক ছবি। আগামী ৩০ জুলাই নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাচ্ছে ছবিটি। এখন সবার নজর সেই দিকে।