দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট: ফের বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট

Published By: Khabar India Online | Published On:

দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট: ফের বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট।

রাজ্যজুড়ে ফের সক্রিয় মৌসুমী বায়ু। আকাশ কালো করে আসা আর টিপটিপ থেকে প্রবল বর্ষণের দৃশ্য আগামী কয়েক দিনে রাজ্যের বহু জায়গায় দেখা যেতে পারে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই একাধিক সতর্কতা জারি করেছে, যা আগামী সপ্তাহ জুড়ে কার্যকর থাকবে।

উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট
১৪ আগস্ট উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। এই সময়ে বিচ্ছিন্ন জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ১৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত এই জেলাগুলিতে ইয়েলো অ্যালার্ট জারি থাকবে। এছাড়া মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ, বজ্রঝড় ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া সহ প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন -  Aditi Munshi: খুঁটিপুজোয় এসে মা দুর্গার মুখে সোনার মাস্ক পরিয়ে দিলেন বিধায়ক অদিতি মুন্সি

দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া
দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে মুর্শিদাবাদ ও নদিয়ায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী দুই দিনে একাধিক জেলায়।

আরও পড়ুন -  Virat Kohli: কোহলি হয়ে উঠলেন ‘ধোনি’, ভারতের বিশ্বকাপ জয়ের ‘গোল্ডেন যুগে’

উপকূলীয় সতর্কতা
পশ্চিমবঙ্গের সমুদ্র সংলগ্ন জেলাগুলিতে বড় ধরনের সতর্কতা নেই। তবে দক্ষিণ ওড়িশা উপকূলে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাগরে স্কোয়ালি ওয়েদার (বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া) ও ঘণ্টায় ৩৫–৪৫ কিমি বেগে বাতাস বইতে পারে, যা দমকায় ৫৫ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। এই কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঝুঁকি ও সতর্কতা
পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধস ও জল জমার ঝুঁকি বেড়েছে। দক্ষিণবঙ্গের শহরাঞ্চলে জল জমে যানজটের সম্ভাবনা রয়েছে। নাগরিকদের প্রয়োজনে ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন -  মহাকাশ প্রযুক্তির প্রয়োগ ও জিও- ইনফরমেটিক্স ক্ষেত্রে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউটের সঙ্গে প্রসার ভারতীর মৌ স্বাক্ষর

গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে
• ১৪ আগস্ট: উত্তরবঙ্গের পাঁচ জেলায় অরেঞ্জ অ্যালার্ট
• দক্ষিণবঙ্গ: মুর্শিদাবাদ ও নদিয়ায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি
• ঝোড়ো হাওয়া: ঘণ্টায় ৩০–৪০ কিমি, দমকায় আরও বেশি
• মৎস্যজীবী সতর্কতা: ১৩–১৫ আগস্ট পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ
• উপকূলীয় ঝুঁকি: দক্ষিণ ওড়িশা উপকূলে উত্তাল সমুদ্র ও ঝোড়ো হাওয়া