AC Local Train: প্রথমবার পূর্ব ভারতে AC লোকাল ট্রেন, শীঘ্রই শুরু হচ্ছে সেলদা–রাণাঘাট রুটে পরিষেবা

Published By: Khabar India Online | Published On:

AC Local Train: প্রথমবার পূর্ব ভারতে AC লোকাল ট্রেন, শীঘ্রই শুরু হচ্ছে সেলদা–রাণাঘাট রুটে পরিষেবা।

বাংলার রেল পরিষেবায় ইতিহাস রচনা হতে চলেছে। পূর্ব ভারতে প্রথমবারের মতো চালু হতে চলেছে সম্পূর্ণ এয়ার-কন্ডিশনড (AC) লোকাল ট্রেন। ইতিমধ্যেই অত্যাধুনিক এই এসি রেক এসে পৌঁছেছে রাণাঘাট স্টেশনে। রেল দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই শুরু হবে এই রুটে যাত্রী পরিবহণ।

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি এই নতুন এসি রেকে থাকছে ১২টি আধুনিক স্টেইনলেস স্টিলের কোচ। এক রেকে যাত্রী ধারণক্ষমতা প্রায় ১১১৬ জন। প্রতিটি কামরায় থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস-ভিত্তিক যাত্রী তথ্য প্রদর্শন ব্যবস্থা, আরামদায়ক আসন, প্রশস্ত অভ্যন্তরীণ পরিসর ও লাগেজ রাখার জন্য অ্যালুমিনিয়ামের আলাদা শেলফ।

আরও পড়ুন -  Pakistan: পাকিস্তানে লঙ্কান নাগরিককে `জীবন্ত` পুড়িয়ে হত্যা

এই রেকের বাহ্যিক নকশা অনেকটাই শহরের মেট্রো রেলের মতো। প্ল্যাটফর্ম ছাড়া কোথাও দরজা খোলার সুযোগ নেই, ফলে যাত্রীদের নিরাপত্তার দিকটিও নিশ্চিত করা হয়েছে। রেল দফতরের এক আধিকারিক জানান, এই ট্রেন শুধুমাত্র আরাম নয়, প্রযুক্তিগত দিক থেকেও বাংলার লোকাল রেলে নতুন যুগের সূচনা করবে।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পোস্টার, গয়েরকাটায় দমকল কেন্দ্র তৈরির জন্য

কবে থেকে চলবে এই এসি লোকাল ট্রেন?
রেলের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে পরিষেবা। সুনির্দিষ্ট তারিখ শীঘ্রই জানানো হবে।

কোন রুটে চলবে এই ট্রেন?
শুরুর পর্যায়ে ট্রেনটি চলবে সেলদা থেকে রাণাঘাট রুটে, যা কলকাতার অন্যতম ব্যস্ত সাবারবান করিডর।

ভাড়া কত হতে পারে?
এসি পরিষেবা থাকায় ভাড়া কিছুটা বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত ভাড়া এখনও ঘোষণা করেনি রেল।

যাত্রীদের জন্য কী সুযোগ-সুবিধা থাকছে?
থাকছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কামরা, স্বয়ংক্রিয় দরজা, জিপিএস তথ্য ব্যবস্থা, আরামদায়ক বসার জায়গা এবং লাগেজ রাখার জন্য শেলফ।

আরও পড়ুন -  Viral: রণবীর-দীপিকা ভাইরাল

এই রেক আরও কোথায় চালু হবে?
রেল সূত্রে জানা গিয়েছে, আরও একাধিক AC রেক আনার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে তা অন্যান্য ব্যস্ত রুটেও চালানো হতে পারে।

মুম্বই ও চেন্নাইয়ের পর এবার কলকাতাবাসীও উপভোগ করতে চলেছে আধুনিক এসি লোকাল পরিষেবা। শহরের প্রতিদিনের হাজার হাজার যাত্রীর জন্য এটি এক নতুন দিগন্তের সূচনা বলেই মনে করছে রেল দফতর।