PAN ও Aadhaar লিঙ্কে সামান্য ভুলেই ১০ হাজার টাকা জরিমানা! কেন্দ্রের কড়া নির্দেশে চাপে করদাতারা

Published By: Khabar India Online | Published On:

PAN ও Aadhaar লিঙ্কে সামান্য ভুলেই ১০ হাজার টাকা জরিমানা! কেন্দ্রের কড়া নির্দেশে চাপে করদাতারা।

প্যান এবং আধার লিঙ্ক না থাকলে এবার থেকে দিতে হতে পারে বড় অঙ্কের জরিমানা। কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী, যাঁরা এখনও তাঁদের PAN কার্ডকে Aadhaar নম্বরের সঙ্গে লিঙ্ক করেননি, তাঁদের জন্য রয়েছে বিপদের আশঙ্কা।

ইতিমধ্যেই বহু করদাতার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এবং সেই নিষ্ক্রিয় প্যান ব্যবহার করে লেনদেন করলেই গুনতে হতে পারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা।

নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যবহার মানেই বিপদ
বর্তমানে দেশের সমস্ত বড় আর্থিক কার্যকলাপে প্যান ও আধার বাধ্যতামূলক। যেমন— নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ইনকাম ট্যাক্স রিটার্ন জমা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, লোনের জন্য আবেদন বা সম্পত্তি কেনা-বেচা। এইসব ক্ষেত্রেই প্যান নম্বর দরকার হয়। কিন্তু যদি সেই প্যান ‘নিষ্ক্রিয়’ হয় এবং তা ব্যবহার করা হয়, তাহলে আয়কর আইনের ধারা ২৭২বি অনুযায়ী, এক-একটি লেনদেনের জন্য জরিমানা ধার্য হতে পারে সর্বোচ্চ ₹১০,০০০ পর্যন্ত।

আরও পড়ুন -  আমাবস্যায় নয়, ভূত চতুর্দশীতে পুজো হয় ইংরেজবাজার ব্যায়াম সমিতির মহাকালির

কেন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে প্যান?
আধারের সঙ্গে প্যান নির্ধারিত সময়সীমার মধ্যে লিঙ্ক না করা হলে, সেটি অকার্যকর (inactive) হিসেবে গণ্য হয়। নিষ্ক্রিয় প্যান কোনও লেনদেন বা সরকারি কাজে বৈধ নয়। আর এই নিষ্ক্রিয় প্যান ব্যবহার করে কেউ যদি আর্থিক কার্যকলাপ চালান, তাহলে তাঁকে আইনি জটিলতায় পড়তে হতে পারে।

আরও পড়ুন -  "একদম ঘরেতেই তৈরি করুন সুস্বাদু বার্গার, দেখুন ভাইরাল হয়ে যাচ্ছে রেসিপি!"

একাধিক প্যান থাকলেও সমস্যা
এছাড়া যদি এক ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড থাকে, তবে সেটাও বেআইনি। এমন পরিস্থিতিতে, একটি বৈধ প্যান রেখে বাকি প্যান বাতিল করতেই হবে। ভুলবশত এমনটা হয়ে থাকলে এবং তা প্রমাণিত হলে জরিমানা এড়ানো সম্ভব। তবে সেই ক্ষেত্রে ‘প্যান সংশোধন’ বা পুনর্মুদ্রণের জন্য অনলাইনে আবেদন করতেই হবে।

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
১. কীভাবে বুঝব প্যান নিষ্ক্রিয় হয়েছে কিনা?
আয়কর দফতরের পোর্টালে গিয়ে লগ ইন করলেই প্যানের স্ট্যাটাস জানা যাবে।
২. নিষ্ক্রিয় প্যান কি ফের সক্রিয় করা যাবে?
হ্যাঁ, আধার লিঙ্ক করলে পুনরায় প্যান সক্রিয় করা সম্ভব।
৩. একাধিক প্যান থাকলে কী করব?
প্যান সংশোধনের মাধ্যমে একটি রেখে অন্যগুলো বাতিল করতে হবে।
৪. জরিমানার পরিমাণ কত?
প্রতিটি নিষ্ক্রিয় প্যান ব্যবহার করে লেনদেনের জন্য সর্বোচ্চ ₹১০,০০০ জরিমানা হতে পারে।
৫. ভুলবশত লেনদেন হয়ে গেলে কী হবে?
যদি সত্যতা প্রমাণ করা যায়, তবে জরিমানা মকুবের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -  পার্থ-অর্পিতা প্রকাশ্যে ভালবাসায় মজলেন, ৬ মাস পর মিলন, রাজ্যবাসী মাখামাখি প্রেম দেখে তোলপাড়

সতর্কতা অবলম্বন না করলে সামান্য ভুলেই হতে পারে বড়সড় আর্থিক ক্ষতি। তাই দ্রুত আধারের সঙ্গে প্যান লিঙ্ক করে নিন এবং আইনত আর্থিক লেনদেনে নিশ্চিন্ত থাকুন।