অপ্সরার মতো রূপ, কিন্তু পর্দার আড়ালে—অমরিশ পুরীর কন্যা নম্রতা পুরীর কাহিনি

Published By: Khabar India Online | Published On:

অপ্সরার মতো রূপ, কিন্তু পর্দার আড়ালে—অমরিশ পুরীর কন্যা নম্রতা পুরীর কাহিনি।

বলিউডের কিংবদন্তি খলনায়ক অমরিশ পুরী—‘মোগাম্বো খুশ হুয়া’ সংলাপে যিনি আজও স্মরণীয়। তবে তাঁর কন্যা নম্রতা পুরী একেবারেই আলাদা পথ বেছে নিয়েছেন। রূপে ও গুণে অনেক তাবড় অভিনেত্রীকে টেক্কা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও রুপালি পর্দা থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি।

রূপালি জগত নয়, পছন্দ প্রযুক্তি ও ফ্যাশনের মঞ্চ
১৯৮৩ সালের ২০ আগস্ট মুম্বইয়ে জন্মগ্রহণ করেন নম্রতা। ছোট থেকেই পড়াশোনার প্রতি ছিল প্রবল টান। বাবার চলচ্চিত্র ক্যারিয়ারের গ্ল্যামার বা খ্যাতি তাঁকে টানেনি কখনও। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে পেশাজীবন শুরু করেন।
কিন্তু এখানেই শেষ নয়। তাঁর আরও একটি প্যাশন ছিল—ফ্যাশন ডিজাইনিং। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে বর্তমানে নম্রতা পরিচালনা করছেন একটি নিজস্ব হাই-এন্ড ক্লোদিং লেবেল। যেখানে তাঁর ডিজাইন করা পোশাকে দেখা যায় খ্যাতনামা মডেলদের।

 

View this post on Instagram

 

A post shared by @namratapuribespoke

সোশ্যাল মিডিয়ায় ঝলক তাঁর গ্ল্যামার দুনিয়ার
নম্রতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে চোখ রাখলেই বোঝা যায়, তিনি কতটা স্টাইলিশ ও আধুনিক। নিজস্ব ফ্যাশন সেন্স, স্টাইলিং, এবং আত্মবিশ্বাস দিয়ে তিনি নজর কাড়েন নেটিজেনদের। প্রতিটি ছবি ও পোস্ট যেন বলছে, তিনি সত্যিই অপ্সরার মতো সুন্দরী।

আরও পড়ুন -  Asia Cup 2022: রোহিতের ওপেনিং পার্টনার কে? জানালেন সাবা করিম

তবুও কেন বলিউড নয়?
অনেকেই প্রশ্ন তোলেন—এত সৌন্দর্য, ক্যারিশমা, ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও নম্রতা কেন অভিনয়ে নাম লেখালেন না?
উত্তরটা সোজা—তাঁর কখনও অভিনয়ে আগ্রহ ছিল না। নিজের পরিচিতি তিনি তৈরি করতে চেয়েছেন একেবারে নিজের মতো করে, বাবার নাম নয়, নিজের কাজের উপর ভিত্তি করেই।

আরও পড়ুন -  New Parliament Building: উদ্বোধন করলেন মোদি নতুন পার্লামেন্ট ভবন

আজকের প্রজন্মের জন্য রোল মডেল
ফ্যাশনের প্রতি তাঁর ভালোবাসা ও পেশাদারিত্ব মিলিয়ে নম্রতা প্রমাণ করেছেন, লাইমলাইটে না থেকেও সফল হওয়া সম্ভব। ডিজাইন, ফ্যাব্রিক ও ফিটিংয়ের সূক্ষ্মতায় তাঁর ব্র্যান্ড আজ তরুণ প্রজন্মের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

FAQ: নম্রতা পুরী সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন
১. নম্রতা পুরী কে?
নম্রতা পুরী হলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা অমরিশ পুরীর একমাত্র কন্যা। তিনি একজন ইঞ্জিনিয়ার ও ফ্যাশন ডিজাইনার।
২. তিনি কি বলিউডে কাজ করেছেন?
না, তিনি কখনও বলিউডে অভিনয় করেননি এবং এ বিষয়ে আগ্রহও দেখাননি।
৩. তাঁর বর্তমান পেশা কী?
তিনি একজন সফল সিভিল ইঞ্জিনিয়ার এবং একটি ফ্যাশন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও ডিজাইনার।
৪. তাঁর ডিজাইন করা পোশাক কোথায় দেখা যায়?
তাঁর ডিজাইন করা পোশাক বহু নামী মডেলের উপর দেখা যায় এবং তাঁর সোশ্যাল মিডিয়ায় এই সব লুক শেয়ার করা হয়।
৫. এত গ্ল্যামার থাকা সত্ত্বেও কেন তিনি অভিনয় বেছে নেননি?
এটি তাঁর ব্যক্তিগত পছন্দ। তিনি লাইমলাইটে না থেকে ব্যক্তিগত জীবন ও স্বাধীন পরিচিতিকেই বেশি গুরুত্ব দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by @namratapuribespoke