VIDEO: সবুজ শাড়িতে ‘আখিয়োঁ সে গোলি মারে’ গানে দুর্দান্ত নাচ, বিয়ের আসরে আলোচনার কেন্দ্রে রাজস্থানের এক ‘ভাবী’

Published By: Khabar India Online | Published On:

VIDEO: সবুজ শাড়িতে ‘আখিয়োঁ সে গোলি মারে’ গানে দুর্দান্ত নাচ, বিয়ের আসরে আলোচনার কেন্দ্রে রাজস্থানের এক ‘ভাবী’

রাজস্থানের এক বিয়েবাড়িতে ঘটল এক অনন্য মুহূর্ত—সবুজ শাড়ি পরা এক অচেনা মহিলার দুর্দান্ত নাচ মুগ্ধ করল উপস্থিত সকলকে এবং এখন তা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়া জুড়ে। বলিউডের জনপ্রিয় গান ‘আখিয়োঁ সে গোলি মারে’-র তালে তাঁর আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত পারফরম্যান্স শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন -  সারেগামাপার মঞ্চে বেসুরো গান গাইলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল

বিয়ের অনুষ্ঠানের মঞ্চে নাচগানের চেনা দৃশ্যের মধ্যে ওই মহিলার আগমন যেন এক ঝলক নতুন চমক। দর্শকদের সঙ্গে তাঁর সহজাত সংযোগ, সাবলীল এক্সপ্রেশন এবং আনন্দময় নৃত্য পরিবেশনার মাধ্যমে তিনি সকলের মন জয় করে নেন। ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় লাইকের বন্যা, কমেন্টে উপচে পড়ে প্রশংসা।

ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানস্থলের একদিকে চলছে বিয়ের অন্যান্য আচার, আর অন্যদিকে পাঁপড়ির মতো ভিড় জমেছে সেই মহিলার নাচকে ঘিরে। তাঁর শরীরী ভাষা, মুখভঙ্গি এবং আবেগময় উপস্থিতি শুধু গানের ছন্দই নয়, গোটা পরিবেশকে জীবন্ত করে তোলে।

আরও পড়ুন -  Web Series: পুত্রবধূ শেষ ইচ্ছা পূরণ করলেন শ্বশুরের, ঘনিষ্ঠ দৃশ্যের সিরিজটি বাচ্চাদের সামনে দেখা যাবে না

সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা ইতিমধ্যেই তাঁকে ‘ডান্সিং ভাবী’ নামে আখ্যা দিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, “এ রকম আত্মবিশ্বাসী ও আনন্দময় নাচ অনেক দিন পর দেখা গেল।”

এই নাচ কেবল একটি বিয়ের নাচ ছিল না, বরং এক মুহূর্তের মধ্যেই তা হয়ে উঠেছে এক সামাজিক সংযোগের প্রতীক—যেখানে শিল্প, আনন্দ ও আবেগ একত্রে মিশে যায়।

আরও পড়ুন -  Web Series: বিছানায় নিয়ে এসে বোনের প্রেমিকার সঙ্গে রোমান্স করলেন যুবতী, হট দৃশ্যে দিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি

চলুন দেখে নিই সেই ভাইরাল ভিডিওর ঝলক – ভিডিও দেখুন

 

View this post on Instagram

 

A post shared by khushnuma (@kajal_kumari757)