Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা, পাঁচ জেলায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

Published By: Khabar India Online | Published On:

Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা, পাঁচ জেলায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

আবারও দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন -  Weather Update: ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

শনিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের আকাশে পরিবর্তনের আভাস মিলেছে। কলকাতাতেও রাতের দিকে বৃষ্টি নামায় গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হয়েছে। তবে এই স্বস্তি বেশিদিনের নয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, অন্তত মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বহু জেলায় বিকেল থেকে রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আরও পড়ুন -  "লজ্জাহীন..."! প্রকাশ্য রাস্তায় সুরঙ্গনাকে ঠোঁটঠাসা চুমু, ছিছিক্কারের মুখে ঋদ্ধি

উত্তরবঙ্গের কিছু অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাসের কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার ফলে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাজ্যের প্রশাসনিক বিভাগগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, গ্রামীণ অঞ্চলে কৃষকদেরও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Weather Report: দুদিনের মধ্যেই খেলা ঘুরবে আবহাওয়ার

আবহাওয়াবিদরা পরামর্শ দিচ্ছেন, বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখুন এবং ঝোড়ো হাওয়া বা বজ্রবিদ্যুৎ চলাকালীন অপ্রয়োজনে বাইরে বেরোনো থেকে বিরত থাকুন। আপাতত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ঝড়-বৃষ্টির এই পালার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি রাখতে হবে।