ভারতের মোবাইল ব্যবহারকারীদের জন্য আসছে এক বড় ধাক্কা

Published By: Khabar India Online | Published On:

ভারতের মোবাইল ব্যবহারকারীদের জন্য আসছে এক বড় ধাক্কা।

নিশ্চিতভাবেই ভারতের মোবাইল ব্যবহারকারীদের জন্য আসছে এক বড় ধাক্কা। চলতি বছরের শেষ দিকে, অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ দেশের তিন প্রধান টেলিকম সংস্থা—জিও (Jio), এয়ারটেল (Airtel), এবং ভোডাফোন আইডিয়া (Vi)—তাঁদের রিচার্জ প্ল্যানগুলির দাম ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে বলে সূত্রের খবর।

বিশেষজ্ঞদের মতে, এই দাম বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে। ৫জি পরিষেবার সম্প্রসারণ, স্পেকট্রামের জন্য বিপুল বিনিয়োগ, লাইসেন্স ফি সহ নানা খরচের চাপ এই সিদ্ধান্তের অন্যতম কারণ। পাশাপাশি, প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের টিকে রাখার এবং আর্থিক স্থিতি ফেরানোর প্রয়াসও রয়েছে এর পেছনে।

আরও পড়ুন -  হরিণের ওপর ঝাঁপিয়ে পড়ল সিংহ, তারপর..., ভিডিও ভাইরাল

দাম বাড়লে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সেই সমস্ত গ্রাহকদের উপর, যারা সাধারণত স্বল্পমূল্যের মাসিক বা ত্রৈমাসিক রিচার্জ প্ল্যান ব্যবহার করেন। এই প্ল্যানগুলির খরচ ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও অনেকে বলছেন, টেলিকম সংস্থাগুলির টিকে থাকার জন্য এই মূল্যবৃদ্ধি প্রয়োজনীয়, কারণ ৫জি পরিকাঠামো তৈরি এবং রক্ষণাবেক্ষণ এক বিশাল আর্থিক বোঝা। তবে প্রশ্ন উঠছে—এই দাম বৃদ্ধির পর ব্যবহারকারীরা কি অন্য অপারেটরে চলে যাবেন, না কি সমস্ত সংস্থাই একসঙ্গে দাম বাড়ালে কোনো বিকল্প থাকবে না?

আরও পড়ুন -  মিলাদ-উন-নবি’এর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা উপরাষ্ট্রপতির

এই মুহূর্তে এর সুস্পষ্ট উত্তর নেই, তবে মোবাইল ব্যবহারকারীদের এখন থেকেই সতর্ক হওয়া বাঞ্ছনীয়। যদি এই মূল্যবৃদ্ধি বাস্তবায়িত হয়, তবে এটি দেশের কোটি কোটি মোবাইল গ্রাহকদের জন্য এক বড় আর্থিক চ্যালেঞ্জ হয়ে উঠবে। এখন দেখার বিষয়, সরকার বা টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয় কি না।

আরও পড়ুন -  Weather Update: সাগরে গভীর নিম্নচাপ, লক্ষ্মীবারে মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার আমেজ