Jio Recharge Plan: মাত্র ২৬-এ ২৮ দিনের প্ল্যান! Airtel-Vi-BSNL-কে চ্যালেঞ্জ জানাল Jio-র দুর্দান্ত অফার

Published By: Khabar India Online | Published On:

Jio Recharge Plan: মাত্র ২৬-এ ২৮ দিনের প্ল্যান! Airtel-Vi-BSNL-কে চ্যালেঞ্জ জানাল Jio-র দুর্দান্ত অফার।

ভারতের টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতা প্রতিদিনই তীব্রতর হচ্ছে। গ্রাহকদের মন জয়ের দৌড়ে প্রতিটি কোম্পানিই নিয়ে আসছে নানা রকম আকর্ষণীয় প্ল্যান। তবে এই দৌড়ে সবার নজর কেড়েছে রিলায়েন্স জিওর একটি বিশেষ সাশ্রয়ী রিচার্জ প্যাক!

এই নতুন Jio প্ল্যানটির দাম মাত্র ২৬, আর বৈধতা ২৮ দিন – শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, সত্যিই! এই প্ল্যানটি মূলত JioPhone ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে এবং এটি একটি ডেটা অ্যাড-অন প্ল্যান। অর্থাৎ, এতে কল বা এসএমএস-এর সুবিধা না থাকলেও, যারা ইতিমধ্যেই একটি মূল প্ল্যান চালু রেখেছেন, তারা এই অতিরিক্ত প্ল্যানটির মাধ্যমে সহজেই ইন্টারনেট ব্যবহার চালিয়ে যেতে পারেন।

আরও পড়ুন -  Jio Recharge Plan: মাত্র ৭৫ টাকায় দুর্দান্ত সুবিধা, ২৩ দিনের জন্য আনলিমিটেড কলিং ও ডেটা

এই প্ল্যানের প্রধান বৈশিষ্ট্যগুলি:
• মূল্য: ২৬
• ডেটা: ২ জিবি হাই-স্পিড ডেটা
• বৈধতা: ২৮ দিন
• ডেটা শেষ হয়ে গেলে স্পিড: ৬৪ কেবিপিএস।

আরও পড়ুন -  ভারত সরকার জনসন এন্ড জনসন এর সাথে ভ্যাকসিন নিয়ে কথাবার্তা বলছে, ভারতে কবে আসবে ?

কার জন্য আদর্শ?
যারা কম খরচে ইন্টারনেট ব্যবহারের বিকল্প খুঁজছেন, তাদের জন্য এই প্ল্যান একেবারেই পারফেক্ট। ছোটখাটো ব্যবহারের জন্য ২ জিবি ডেটা যথেষ্ট, আর ২৮ দিনের বৈধতা তো বোনাস!

অন্য টেলিকম কোম্পানির তুলনায় Jio-এর বাড়তি সুবিধা।

Airtel কিংবা Vodafone Idea (Vi)-এর একই দামের ডেটা প্ল্যানে সাধারণত এক দিনের সীমা থাকে। সেখানে Jio ২৬-এ ২৮ দিনের সুবিধা দিচ্ছে, যা এক কথায় অতুলনীয়।

আরও পড়ুন -  টেনশন গেল ৭০ দিনের জন্য, Airtel-এর রিচার্জের মেয়াদ বাড়িয়েছে

কোথা থেকে রিচার্জ করবেন?
এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন:
• Jio-এর অফিসিয়াল ওয়েবসাইটে
• MyJio অ্যাপে
• কিংবা নিকটবর্তী কোনো Jio রিটেইলার দোকান থেকে।

সাশ্রয়ী খরচে দীর্ঘমেয়াদী ইন্টারনেট সুবিধা পেতে এখনই রিচার্জ করুন Jio-এর এই দুর্দান্ত প্ল্যানটি!