২০২৬ পর্যন্ত সিম চালু রাখতে Airtel ও Jio’র বিশেষ দীর্ঘমেয়াদী প্ল্যান, রিচার্জের আগে জেনে নিন সব তথ্য

Published By: Khabar India Online | Published On:

২০২৬ পর্যন্ত সিম চালু রাখতে Airtel ও Jio’র বিশেষ দীর্ঘমেয়াদী প্ল্যান, রিচার্জের আগে জেনে নিন সব তথ্য।

ভারতের দুই জনপ্রিয় টেলিকম সংস্থা Airtel ও Jio নিয়ে এসেছে বিশেষ বার্ষিক রিচার্জ প্ল্যান, যা ব্যবহারকারীদের সিম ২০২৬ সাল পর্যন্ত সক্রিয় রাখার সুযোগ দেবে। এই প্ল্যানগুলি মূলত তাদের জন্য উপযুক্ত, যারা ইন্টারনেট ব্যবহার করেন না কিন্তু শুধুমাত্র কল ও এসএমএসের সুবিধা চান।

আরও পড়ুন -  এরা শিক্ষক-শিক্ষিকা নন বরং বিজেপির ক্যাডার, বিষপান প্রসঙ্গে বিরোধী দলকে একহাত ব্রাত্যর

Airtel-এর ১৮৪৯ টাকার প্ল্যান:
Airtel-এর এই দীর্ঘমেয়াদী প্ল্যানে থাকছে:
• ৩৬৫ দিনের বৈধতা
• সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং
• মোট ৩৬০০টি এসএমএস। 

এই প্ল্যানটি বিশেষভাবে তৈরি হয়েছে সেই ব্যবহারকারীদের জন্য, যাদের ইন্টারনেটের প্রয়োজন নেই, কিন্তু ফোন কল ও এসএমএসের সুবিধা চান দীর্ঘ সময় ধরে।

আরও পড়ুন -  কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

Jio-এর ১৭৪৮ টাকার প্ল্যান:
Jio-এর তরফে পাওয়া যাচ্ছে একটি দীর্ঘমেয়াদী অফার, যাতে থাকছে:
• ৩৩৬ দিনের বৈধতা
• সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং
• মোট ৩৬০০টি এসএমএস
• JioTV ও JioCloud-এর ফ্রি অ্যাক্সেস। 

আরও পড়ুন -  ODI World Cup 2023: নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলবে পাকিস্তান, ICC কর্মকর্তার দাবি

এই প্ল্যানটিও মূলত ডেটাবিহীন কল ও এসএমএস পরিষেবা চাহিদা মেটাতে প্রস্তুত।

এই প্ল্যানগুলির মাধ্যমে বারবার রিচার্জের ঝামেলা ছাড়াই আপনার সিম ২০২৬ সাল পর্যন্ত সচল থাকবে।