Indian Railways: দিল্লি থেকে বিহার পৌঁছাবেন মাত্র ৬০ মিনিটে, প্রযুক্তির খেলায় মেতে উঠেছে পুরো বিশ্ব

Published By: Khabar India Online | Published On:

Indian Railways: দিল্লি থেকে বিহার পৌঁছাবেন মাত্র ৬০ মিনিটে, প্রযুক্তির খেলায় মেতে উঠেছে পুরো বিশ্ব।

বিশ্বজুড়ে প্রযুক্তির উন্নতির দৌড়ে ভারত, চীন, জাপান, আমেরিকা, রাশিয়া ও ফ্রান্সের মতো দেশগুলি নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত একের পর এক যুগান্তকারী আবিষ্কার করে বিশ্বকে তাক লাগাচ্ছে এই দেশগুলো। আধুনিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো উন্নত পরিবহন ব্যবস্থা, যা একটি দেশের দ্রুত উন্নয়নের মূল চাবিকাঠি। এবার সেই দিকটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে চীন।

আরও পড়ুন -  করণের নতুন ছবিতে গানের সুযোগ বনগাঁর অরুণিতা, রইলো ভিডিও

জাপান দীর্ঘদিন ধরে দ্রুতগতির বুলেট ট্রেন তৈরির ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছিল। তবে এবার চীন প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করে জাপানকে টেক্কা দিতে চলেছে। সাম্প্রতিক এক ঘোষণায় চীনের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নতুন উদ্ভাবিত ট্রেন অবিশ্বাস্য গতিতে চলতে সক্ষম। চীনের গবেষকদের মতে, এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ৬৪৩ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা প্লেনের গতিকেও চ্যালেঞ্জ জানাতে পারে।

আরও পড়ুন -  ‘দ্যা কাপিল শর্মা শো’ থেকে কত টাকা নেন সুমনা?

এর আগে চীনের বুলেট ট্রেনগুলোর গতি ছিল সর্বোচ্চ ৩৪৯ কিলোমিটার প্রতি ঘণ্টা, যেখানে জাপানের ট্রেন চলত প্রায় ৫০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। কিন্তু এবার চীনের নতুন প্রযুক্তিতে তৈরি ট্রেন সেই সীমা ছাড়িয়ে আরও উচ্চগতিতে পৌঁছাবে। মোঙ্গলেব প্রযুক্তিবিদ্যার সাহায্যে নির্মিত এই ট্রেনের ডিজাইনে আনা হয়েছে একাধিক পরিবর্তন, যা প্রযুক্তিগত দিক থেকে এটিকে আরও উন্নত করেছে। বিশেষত দূরপাল্লার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই ট্রেন।

আরও পড়ুন -  সৎসঙ্গের প্রাণপুরুষ শ্রী শ্রী আচার্য্য দেব দেহ ত্যাগ করলেন, ভক্তের ভিড়

বিশ্বের দ্রুততম ট্রেন তৈরির এই উদ্যোগ শুধু চীনের নয়, গোটা বিশ্বের প্রযুক্তি খাতের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। নতুন এই ট্রেন বাস্তবে কার্যকর হলে দূরত্ব আর সময়ের ফারাক কমে যাবে, যা বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটাবে।