ঈদের আগে বড় ঘোষণা! সরকার বাড়ালো ৩% মহার্ঘ ভাতা, খুশির জোয়ার কর্মীদের মধ্যে।
সামনেই ঈদ, আর তার আগেই ত্রিপুরার সরকারি কর্মীদের জন্য এলো সুখবর। রাজ্য সরকার ঘোষণা করল মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সিদ্ধান্ত। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে।
ডিএ বৃদ্ধির ঘোষণা
মুখ্যমন্ত্রীর ঘোষণার ফলে রাজ্যের কর্মচারীদের বর্তমান ৩০% মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে ৩৩%-এ। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হবে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ধাপে ধাপে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ব্যবধান কমিয়ে আনতে চাই।” দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন, যা এবার বাস্তবে রূপ নিতে চলেছে।
খুশির আমেজ সরকারি কর্মীদের মধ্যে
এই ঘোষণার পর রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে তাদের অপেক্ষা ছিল এই সুখবরের জন্য, যা অবশেষে পূরণ হলো।
এর আগে, ত্রিপুরার অর্থমন্ত্রী প্রাণজিৎ সিং রায় বিধানসভায় ৩২,৪২৩.৪৪ কোটি টাকার বাজেট পেশ করেন। ১ এপ্রিল পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, যেখানে রাজ্যের উন্নয়ন পরিকল্পনা ও নীতিগত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আশা করা হচ্ছে, এই অধিবেশন থেকে রাজ্যের জন্য আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।