Electric Bike: লঞ্চ হচ্ছে ইলেকট্রিক বাইক, এক বার চার্জ দিলে চলবে ১৬০ কিমি

Published By: Khabar India Online | Published On:

Electric Bike: লঞ্চ হচ্ছে ইলেকট্রিক বাইক, এক বার চার্জ দিলে চলবে ১৬০ কিমি।

ভারতের বাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে বৈদ্যুতিক গাড়ি বিশেষ করে ইলেকট্রিক স্কুটার ও বাইক জনপ্রিয়তা পাচ্ছে। এবার এই প্রতিযোগিতায় Revolt কোম্পানি যোগ দিয়েছে নতুন ইলেকট্রিক বাইক RV1 লঞ্চের মাধ্যমে।

রেভোল্ট RV1: আকর্ষণীয় বৈশিষ্ট্য
রেভোল্ট RV1 একটি আধুনিক ডিজাইনের কমিউটার বাইক, যা ২৫০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। এটি মজবুত গ্রিপের জন্য প্রশস্ত টায়ার, ডুয়েল ডিস্ক ব্রেক এবং মাল্টি-স্পিড মোডের সুবিধা প্রদান করে। এছাড়া, এই বাইকে রয়েছে একটি রিভার্স মোড, যা ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে সুবিধাজনক।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৬শে নভেম্বর, রাশিফল দেখুন কি বলছে ?

RV1 মডেলে একটি ৬ ইঞ্চির ডিজিটাল LCD ডিসপ্লে, শক্তিশালী LED হেডলাইট এবং টেললাইট রয়েছে। উন্নত সাসপেনশন ব্যবস্থা এবং লম্বা আসন এটিকে আরও আরামদায়ক করে তুলেছে।

আরও পড়ুন -  Cricketer Wife: ‘হটনেস’ পোলার্ডের স্ত্রী-র, নেট পাড়ায় উষ্ণতা বাড়লো সাহসী ফটোশুটে, তরুণদের ঘুম উড়েছে

ব্যাটারি ও রেঞ্জ
রেভোল্ট RV1 দুটি ভেরিয়েন্টে উপলব্ধ: RV1 এবং RV1+। RV1 মডেলে ২.২ kWh ব্যাটারি প্যাক এবং RV1+ মডেলে ৩.২৪ kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা IP67 সার্টিফিকেশন প্রাপ্ত।

চার্জিং সময় মাত্র ১.৫ ঘণ্টা, যা ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে একটি বড় সুবিধা। রেঞ্জের ক্ষেত্রে, ২.২ kWh ব্যাটারি এক চার্জে ১০০ কিলোমিটার এবং ৩.২৪ kWh ব্যাটারি ১৬০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম।

আরও পড়ুন -  এ বছরই বিয়ের পিঁড়িতে বিজয় ও রশ্মিকা!

দাম ও প্রতিযোগিতা
রেভোল্ট RV1-এর এক্স-শোরুম দাম ৮৪,৯৯০ টাকা এবং RV1+ মডেলের দাম ৯৯,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোম্পানির মতে, এই বাইক ব্যবহারের মাধ্যমে পেট্রোল খরচে উল্লেখযোগ্য সাশ্রয় হবে। ভারতের ইলেকট্রিক দ্বিচাকা বাজারে রেভোল্ট RV1-এর আগমন নতুন প্রতিযোগিতার সূচনা করেছে, যা ওলা ইলেকট্রিকসহ অন্যান্য সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।