মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক গাড়ি, Maruti Suzuki e Vitara-এর ব্যাটারি ও ফিচার বিশদে

Published By: Khabar India Online | Published On:

মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক গাড়ি, Maruti Suzuki e Vitara-এর ব্যাটারি ও ফিচার বিশদে।

ভারতের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি অবশেষে তাদের প্রথম ইলেকট্রিক SUV, ‘Maruti Suzuki e Vitara’ বাজারে আনতে চলেছে। Auto Expo 2025-এ এই গাড়ির নকশা, ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে টাটা মোটরসের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে মারুতি এই নতুন মডেল নিয়ে এসেছে। নির্বাচিত কিছু শহরে ইতোমধ্যেই অফলাইন বুকিং শুরু হয়েছে।

Maruti Suzuki e Vitara-এর ব্যাটারি ও চার্জিং ক্ষমতা
এই ইলেকট্রিক SUV তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে— Delta, Zeta ও Alpha। এতে থাকবে দুটি ব্যাটারি অপশন:
• ৪৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক
• ৬১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক

আরও পড়ুন -  সায়নী ঘোষের বিরোধিতা করে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ

একবার চার্জেই ৫০০ কিমি+ রেঞ্জ পাওয়া যাবে! গাড়িটিতে ৭ কিলোওয়াট এসি চার্জিং ও ৭০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে, যা দ্রুত চার্জিং নিশ্চিত করবে। তবে প্রতিটি ভ্যারিয়েন্ট নির্দিষ্ট ব্যাটারি প্যাকসহ আসবে, ফলে ক্রেতারা আলাদা করে ব্যাটারি অপশন বেছে নিতে পারবেন না।

আরও পড়ুন -  Flyover: এক মাস ধরে বন্ধ থাকার পর, এবার ফ্লাইওভার খোলা হবে

Maruti Suzuki e Vitara-এর ভ্যারিয়েন্ট ও ফিচারসমূহ
Delta (ডেল্টা) – বেস ভ্যারিয়েন্ট
• ব্যাটারি প্যাক: ৪৯ কিলোওয়াট আওয়ার
• মোটর পাওয়ার: ১৪২ বিএইচপি
• টর্ক: ১৯২.২ এনএম
• রেঞ্জ: আনুমানিক ৫০০ কিমি পর্যন্ত

Zeta (জেটা) – মিড-স্পেক ভ্যারিয়েন্ট
• ব্যাটারি প্যাক: ৬১ কিলোওয়াট আওয়ার
• মোটর পাওয়ার: ১৭১ বিএইচপি
• টর্ক: ১৯২.৫ এনএম
• রেঞ্জ: ৫০০ কিমির বেশি

আরও পড়ুন -  দুর্ঘটনা এড়াতে সড়কপথে বসছে স্পিড ব্রেকার

Alpha (আলফা) – টপ ভ্যারিয়েন্ট
• ব্যাটারি প্যাক: ৬১ কিলোওয়াট আওয়ার
• মোটর ও টর্ক: Zeta ভ্যারিয়েন্টের মতোই
• রেঞ্জ: ৫০০+ কিমি

Maruti Suzuki e Vitara: EV বাজারে বড় প্রতিদ্বন্দ্বী!

বর্তমানে ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে টাটা মোটরসের একচেটিয়া আধিপত্য রয়েছে। তবে, Maruti Suzuki e Vitara-এর উন্নত ব্যাটারি প্রযুক্তি, দ্রুত চার্জিং সাপোর্ট এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে এটি টাটা Nexon EV ও MG ZS EV-এর জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।