32 C
Kolkata
Thursday, April 25, 2024

Facebook: ফেসবুক কিছু ফিচার বন্ধ করছে

Must Read

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ কয়েকটি ফিচার বন্ধ করে দেবে বলে জানা গেছে। অন্যতম হলো ফেসবুক পডকাস্ট।

ফেসবুক জানায়, সব কিছু ঠিক থাকলে আগামী মাসে পডকাস্ট ফিচারটি বন্ধ করে দেয়া হবে।

আরও পড়ুন -  শীতে অ্যালার্জি, মুক্তির ৫ উপায়

প্রতিষ্ঠানটি আরও জানায়, অডিও প্রযুক্তিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। সে কারণেই পডকাস্ট ফিচারটি বন্ধ করা হচ্ছে। একইসাথে Soundbits এবং Audio Hubs-ও বন্ধ হবে।

ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‌‌আমরা নিয়মিত প্রতিটি ফিচারের মধ্যে আপডেট আনার চেষ্টা করছি। উদ্দেশ্য ব্যবহারকারীরা আরও ভালোভাবে সব ফিচার ব্যবহার করতে পারবেন। মূলত টিকটকের সঙ্গে পাল্লা দিতেই এই পরিকল্পনা।

আরও পড়ুন -  Shiva Puja: ব্যবসায়ী সমিতির উদ্যোগে শিব পূজা

অপরদিকে মেটা জানিয়েছে, তারা বর্তমানে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম নিয়ে বেশি আগ্রহী।

Latest News

কথা দিয়েছিলো ফিরে আসবে!

কথা দিয়েছিলো ফিরে আসবে! সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, তারা জ্বলে উঠেছে রাতের আকাশে। চাঁদের আলোয় ঝিকিমিকি করে পৃথিবী, কিন্তু তোমার অভাব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img