Anjali Arora Video: সাহসী ভিডিও শেয়ার করে ফের শিরোনামে ভাইরাল সেনসেশন অঞ্জলী আরোরা

Published By: Khabar India Online | Published On:

Anjali Arora Video: সাহসী ভিডিও শেয়ার করে ফের শিরোনামে ভাইরাল সেনসেশন অঞ্জলী আরোরা।

ভাইরাল গান ‘কাঁচা বাদাম’-এ ভিডিও বানিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন অঞ্জলি আরোরা। এই ভিডিওর সুবাদে সাধারণ মেয়ে থেকে সোশ্যাল মিডিয়ার সুপারস্টারে পরিণত হন তিনি। পরবর্তীতে তাঁর জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পায় যে, তিনি কঙ্গনা রানাউতের রিয়েলিটি শো লকআপ-এ প্রতিযোগী হওয়ার সুযোগ পান। সেই থেকেই অঞ্জলি সর্বদা সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

আরও পড়ুন -  VIRAL: পবন সিং নদীর ধারেই রোমান্স করলেন কাজল রাগওয়ানির সাথে, পুরুষ ভক্তদের হুঁশ উড়ল

বর্তমানে সোশ্যাল মিডিয়ার এক পরিচিত মুখ হয়ে উঠেছেন এই রিল অভিনেত্রী। প্রতিদিনই তিনি তাঁর ভক্তদের জন্য নানা ধরনের ফটোশুট এবং ভিডিও শেয়ার করেন। বিশেষত সাহসী এবং বোল্ড লুকে তিনি নেটিজেনদের মন জয় করে চলেছেন। তবে, এই কারণে মাঝে মধ্যেই তিনি সমালোচনার মুখেও পড়েন।

আরও পড়ুন -  Anjali Arora: খিল দরজা বন্ধ ঘরে নিজের চোষা মিষ্টি আম, কাকে আদর করে খাওয়ালেন অঞ্জলি?

সম্প্রতি, অঞ্জলি একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভিডিওতে অঞ্জলিকে সাদা ব্রালেট এবং লং গাউনে দেখা গিয়েছে। গানটির তালে তালে নাচ করেছেন তিনি, যা দেখে অনেকেই প্রশংসা করেছেন, আবার অনেকে কটাক্ষ করেছেন। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তবে তাঁর স্টাইল এবং সাহসী লুক নিয়ে বিতর্ক থামছে না।

আরও পড়ুন -  বেডরুমে ‘আজ কি রাত‘ গানে অঞ্জলী আরোরার দুর্দান্ত নাচ, মুগ্ধ নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ার যুগে জনপ্রিয়তা অর্জন করা যেমন সহজ, তেমনই নিন্দার মুখোমুখি হওয়াও স্বাভাবিক। অঞ্জলি আরোরা এই দুই ক্ষেত্রেই দারুণ দক্ষতায় নিজেকে টিকিয়ে রেখেছেন।