Old Age Pension: বার্ধক্য ভাতায় আর নেই আয়ের সীমা, নতুন নিয়ম জারি করল নবান্ন।
রাজ্য সরকার নারীদের কল্যাণে আবারও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য এবার নতুন নিয়ম চালু করা হয়েছে। যারা ৬০ বছর পূর্ণ করেছেন, তাদের স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় আনা হবে। এই নতুন নিয়মে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে আর আয়ের কোনো সীমা প্রযোজ্য থাকবে না।
নতুন নিয়মে কী পরিবর্তন?
আগে বার্ধক্য ভাতা পেতে মাসিক আয়ের সীমা ছিল ১০০০ টাকার মধ্যে। কিন্তু নবান্নের নতুন নিয়ম অনুযায়ী, লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতায় স্থানান্তরিত হওয়া মহিলাদের ক্ষেত্রে আর আয়ের সীমা প্রযোজ্য হবে না। অর্থাৎ, এখন থেকে ৬০ বছর পূর্ণ হলেই সরাসরি বার্ধক্য ভাতা পাওয়া যাবে।
কাদের জন্য এই উদ্যোগ?
এই উদ্যোগ শুধুমাত্র লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য। তাদের বয়স ৬০ বছর পূর্ণ হলে কোনো অতিরিক্ত আবেদন ছাড়াই তারা বার্ধক্য ভাতা পাবেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মহিলারা এই পরিবর্তনের ফলে সরাসরি উপকৃত হবেন।
সুবিধা কীভাবে পাওয়া যাবে?
বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন হবে না। প্রতি মাসে ১০০০ টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। রাজ্যের নারী ও সমাজকল্যাণ দপ্তর ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
নবান্নের এই নতুন নিয়ম কার্যকর হলে লক্ষীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলারা আরও সহজে ও দ্রুততার সঙ্গে বার্ধক্য ভাতার সুবিধা পাবেন। এটি রাজ্যের বহু মহিলার জন্য একটি বড় সহায়তা হয়ে দাঁড়াবে।