Pushpa 2 Collection: ১৪তম দিন শেষে নতুন রেকর্ড গড়ল “পুষ্পা ২”

Published By: Khabar India Online | Published On:

Pushpa 2 Collection: ১৪তম দিন শেষে নতুন রেকর্ড গড়ল “পুষ্পা ২”

পুষ্পা ২ বক্স অফিস কালেকশন:

দক্ষিণী সিনেমা “পুষ্পা ২” মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত এই সিনেমা বছরের শেষ লগ্নে এসে সুপারহিট সিনেমার তালিকায় প্রথম সারিতে স্থান করে নিয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে নেবে এই সিনেমাটি।

শুরু থেকেই একের পর এক রেকর্ড
৫ই ডিসেম্বর মুক্তি পাওয়ার পর “পুষ্পা ২” প্রথম দিনেই বাম্পার আয়ের মাধ্যমে একাধিক রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করে। এটি ইতিমধ্যেই ২০২৩-২৪ সালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় সেরা চারে জায়গা করে নিয়েছে। প্রভাসের বহু আলোচিত সিনেমা “কল্কি”-এর রেকর্ডও ভেঙে ফেলেছে এই সিনেমা।

আরও পড়ুন -  শাহরুখকে ছাড়িয়ে আয়ের রেকর্ড গড়তে প্রস্তুত আল্লু অর্জুনের “পুষ্পা ২”, ভাঙবে “স্ত্রী ২”-এর রেকর্ড

বিভিন্ন ভাষায় বিশাল সাফল্য
“পুষ্পা ২” ৫টি ভাষায় মুক্তি পেলেও হিন্দি ভাষায় সিনেমাটি সবচেয়ে বেশি আয় করেছে। শুধু হিন্দি ভাষায় এর আয় প্রায় ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।

১৪তম দিনের আয়
“পুষ্পা ২: দ্য রুল” প্রথম দিনেই ১৭৪.৯৫ কোটি টাকা আয় করে দুর্দান্ত সূচনা করে। পরবর্তী দিনগুলোর আয় ছিল:
• ২য় দিন: ৯৩.৮ কোটি টাকা
• ৩য় দিন: ১১৯.২৫ কোটি টাকা
• ৪র্থ দিন: ১৪১.০৫ কোটি টাকা
• ৫ম দিন: ৬৪.৪৫ কোটি টাকা
• ৬ষ্ঠ দিন: ৫১.৫৫ কোটি টাকা
• ৭ম দিন: ৪১ কোটি টাকা

আরও পড়ুন -  ৫ লক্ষ টাকা বিনিয়োগ করুন Post Office এর এই স্কিমে, সুদ পাবেন ২ লক্ষ টাকা

সপ্তাহ শেষে এই সিনেমার মোট আয় দাঁড়ায় ৬৮৬ কোটি টাকায়।
সপ্তাহ পরবর্তী দিনগুলোর আয়:
• ৯ম দিন: ৩৬.৪ কোটি টাকা
• ১০ম দিন: ৬৩.৩ কোটি টাকা
• ১১তম দিন: ৭৬.৬ কোটি টাকা
• ১২তম দিন: ২৬.৯৫ কোটি টাকা
• ১৩তম দিন: ২৩.৩৫ কোটি টাকা
• ১৪তম দিন: ১৫.০৮ কোটি টাকা

আরও পড়ুন -  অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য, মধুর স্মৃতি শেয়ার করলেন

সর্বমোট আয়
১৪তম দিনের শেষে “পুষ্পা ২” সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৯৬৭.৪৮ কোটি টাকায়।

এটি শুধু দক্ষিণী সিনেমার ক্ষেত্রে নয়, গোটা ভারতীয় সিনেমা জগতেই একটি নতুন মাইলফলক। আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানার অসাধারণ অভিনয়, দারুণ গল্প ও সঙ্গীতের জন্য সিনেমাটি বিনোদনপ্রেমীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে।