FD Interest Rates: ফিক্স ডিপোজিটে পাবেন এই সুদ, প্রতিটি ব্যাংকের সুদের হার জেনে নিন

Published By: Khabar India Online | Published On:

FD Interest Rates: ফিক্স ডিপোজিটে পাবেন এই সুদ, প্রতিটি ব্যাংকের সুদের হার জেনে নিন।

ফিক্সড ডিপোজিট (FD) তে বিনিয়োগ করে মুনাফা অর্জনের পরিকল্পনা করে থাকেন, এই তথ্যটি গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের অনেক বড় বড় বেসরকারী ও সরকারী খাতের ব্যাঙ্কগুলি FD-তে আকর্ষণীয় সুদের হার অফার করছে। স্কিমগুলিতে বিনিয়োগ করে একটি নির্দিষ্ট সময়ের পরে নিশ্চিত নিরাপদ আয় পাবেন। অনেক ব্যাংক এমন রয়েছে যেগুলো আপনাকে ৮.৭৫ শতাংশ পর্যন্ত আয় করার সুযোগ দেয়।

যদি আপনার বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ন পেতে চান, এই ধরনের ব্যাঙ্কগুলি সম্পর্কে জানা অত্যন্ত উপকারী।

আরও পড়ুন -  Retirement Plan: মাসে হাতে আসবে মোটা টাকা, উপকারী এই স্কিম, অবসরের পরেও

৮.৭৫% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়
SBM ব্যাঙ্ক ৩ বছর ২ দিনের বেশি ও ৫ বছরের কম সময়ের FD-এ সাধারণ গ্রাহকদের ৮.২৫% সুদ ও প্রবীণ নাগরিকদের ৮.৭৫% সুদ দিচ্ছে। বন্ধন ব্যাঙ্ক ৬০০ দিনের এফডিতে সাধারণ গ্রাহকদের ৮% ও বয়স্ক নাগরিকদের ৮.৫০% সুদ দেয়। আর DCB ব্যাংক ৩৬ মাসের FD-এ সাধারণ গ্রাহকদের ৮% ও বয়স্ক নাগরিকদের ৮.৫০% সুদ দিচ্ছে। ডয়চে ব্যাঙ্ক ২ বছর ও ৩ বছরের বেশি FD-এ উভয় গ্রাহক বিভাগে ৭.৭৫% সুদ দেয়।

ইয়েস ব্যাঙ্ক ৮.২৫% পর্যন্ত সুদ দেয়

ইয়েস ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ১৮ থেকে ৩৬ মাসের জন্য FD-তে ৭.৭৫% সুদ ও প্রবীণ নাগরিকদের ৮.২৫% সুদ দিচ্ছে। RBL ব্যাঙ্ক ২৪ থেকে ৩৬ মাসের FD-এ সাধারণ গ্রাহকদের জন্য ৭.৫০% ও প্রবীণ নাগরিকদের ৮% সুদ দিচ্ছে।
আবার, IDFC ফার্স্ট ব্যাঙ্ক ১ বছর ১ দিন থেকে ৫৫০ দিনের FD-এ সাধারণ গ্রাহকদের ৭.৫০% ও সিনিয়র নাগরিকদের ৮% সুদ দিয়ে থাকে।

আরও পড়ুন -  Saraswati Puja 2025: সরস্বতী পুজো ২০২৫, কবে করবেন পুজো? জেনে নিন সঠিক তিথি ও সময়

প্রবীণ নাগরিকরা এই তিনটি ব্যাঙ্কেই ভাল সুদের হার পাচ্ছেন।

৪৪৪ দিনের FD-তে ৮% পর্যন্ত সুদ
IndusInd ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ২ বছর ৯ মাস থেকে ৩ বছর ৩ মাসের FD-এ ৭.৫০ শতাংশ সুদ ও সিনিয়র সিটিজেন গ্রাহকদের ৮ শতাংশ সুদ দিচ্ছে৷। এইচএসবিসি ব্যাংক ৭৩২ দিন থেকে ৩৬ মাস পর্যন্ত এফডিতে সাধারণ গ্রাহকদের ৭.৫০ শতাংশ ও বয়স্ক নাগরিকদের ৮ শতাংশ সুদ প্রদান করে।

এদিকে Karur Vysya ব্যাঙ্কও ৪৪৪ দিনের FD-এ সাধারণ গ্রাহকদের ৭.৫০ শতাংশ ও বয়স্ক নাগরিকদের ৮ শতাংশ সুদ দেয়।

আরও পড়ুন -  Fixed Deposit Account: ফিক্সড ডিপোজিট, সুদের হারে পরিবর্তন, জেনে নিন কোন ব্যাঙ্ক কত দিচ্ছে