Bhojpuri Song: নিরহুয়া মধুচন্দ্রিমায় আম্রপালি ও কাজলের সাথে, ভাইরাল হলো ভিডিও

Published By: Khabar India Online | Published On:

Bhojpuri Song: নিরহুয়া মধুচন্দ্রিমায় আম্রপালি ও কাজলের সাথে, ভাইরাল হলো ভিডিও।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার হিসেবে অভিনেতা নিরহুয়ার নাম সবার আগে আসে। বছরের পর বছর ধরে দর্শকের মন জয় করে তিনি এখন এই ইন্ডাস্ট্রির অন্যতম মুখ।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভোজপুরি গানের জনপ্রিয়তা বেড়েই চলেছে। আগে যেখানে বলিউডের কয়েকটি সিনেমা ছিল মানুষের মূল বিনোদন, সেখানে আজ ভোজপুরি ফিল্মের গানের রমরমা। বিয়ে থেকে অন্নপ্রাশন, সব অনুষ্ঠানে বাজছে ভোজপুরি গান, আর সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্ম দারুণ উপভোগ করছেন এই রোমান্টিক গানগুলো।

আরও পড়ুন -  Bhojpuri Video: গভীর রাতে আম্রপালিকে জড়িয়ে ধরে নাচ করলেন নিরাহুয়া, এই নাচ সবার সাথে দেখা যাবে না

সম্প্রতি নিরহুয়ার একটি রোমান্টিক ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে আম্রপালি ও কাজল রাঘওয়ানির সাথে মধুচন্দ্রিমা উদযাপন করতে। “ঝুমকা ঝুলনিয়া দিহা” গানে দুই বধূ সাজে বসে থাকা আম্রপালি ও কাজলের মধ্যে নিরহুয়া কার সাথে রোমান্স করবেন তা নিয়ে মজার একটি দ্বিধায় পড়েন। কিন্তু শেষমেশ দ্বিধা কাটিয়ে দুজনের সাথেই রোমান্সে মেতে ওঠেন নিরহুয়া।

আরও পড়ুন -  Video: প্রকাশ্যে লিপলক চুম্বন আম্রপালিকে, তারপর নিরাহুয়া নিয়ন্ত্রণহীন হলেন, ভিডিও ইন্টারনেটে ভাইরাল

প্রায় ছয় বছর আগে শেয়ার করা এই ভিডিওটি এখনও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, ইতিমধ্যেই এটি ৪ কোটির বেশি ভিউ পেয়েছে।