Rajdoot Bike: রয়েল এনফিল্ডকে টক্কর দিতে আসছে রাজদূতের নতুন আধুনিক বাইক!

Published By: Khabar India Online | Published On:

Rajdoot Bike: রয়েল এনফিল্ডকে টক্কর দিতে আসছে রাজদূতের নতুন আধুনিক বাইক!

এই বাইকে প্রচুর ফিচার থাকছে, এবং তা একেবারে কম দামে পাওয়া যাবে।

ভারতের ৭০-এর দশকের অন্যতম জনপ্রিয় বাইক কোম্পানি রাজদূত আবারও বাজারে আসছে নতুন মডেলের বাইক নিয়ে। রিপোর্ট অনুযায়ী, এই বাইকটি ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। এই বাইকটির কার্ব ওয়েট হবে মাত্র ১৩৫ কেজি এবং এতে থাকবে ২০০ সিসি ক্ষমতাসম্পন্ন শক্তিশালী ইঞ্জিন। বাইকের ডিজাইন থাকবে ক্লাসিক স্টাইলে, তবে এতে যোগ করা হয়েছে আধুনিক প্রযুক্তি।

আরও পড়ুন -  Friends: আর স্বামী - স্ত্রী নয়, বন্ধু হিসেবেই থাকবেন, বৈবাহিক জীবনে দাঁড়ি পড়ল

বাইকের শক্তি ও গতি এই বাইকটি ২০ হর্সপাওয়ার শক্তি এবং ২২ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকের সর্বাধিক গতি হতে পারে ১২০ কিমি প্রতি ঘণ্টা। এছাড়াও, এটি বিভিন্ন রঙের বিকল্পে পাওয়া যাবে, যা গ্রাহকদের জন্য অতিরিক্ত আকর্ষণ যোগ করবে।

ইঞ্জিন ও ক্ষমতা ১৩৫ কেজি ওজনের এই বাইকে থাকছে ২৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন, যা ৭৫০০ আরপিএম গতিতে ২০ হর্সপাওয়ার শক্তি এবং ৬০০০ আরপিএম গতিতে ২২ নিউটন মিটার টর্ক উৎপন্ন করবে। এছাড়াও, এতে থাকবে ৫-স্পিড গিয়ারবক্স। সর্বাধিক গতি হবে ১২০ কিমি প্রতি ঘণ্টা, এবং এতে ২০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। মাইলেজ হবে ৬০-৬৫ কিমি প্রতি লিটার। বাইকের অন্যান্য ফিচারগুলির মধ্যে গোল হ্যালোজেন হেডলাইট, বড় ফুয়েল ট্যাঙ্ক, আরামদায়ক সিট এবং আধুনিক ডিজাইন থাকছে। সামনের অংশে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে টুইন শক অ্যাবজর্বার থাকার ফলে চালকের জন্য সাচ্ছন্দ্য নিশ্চিত হবে। উভয় চাকায় ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার এবং অ্যালয় হুইল যুক্ত রয়েছে।

আরও পড়ুন -  World Cup Semi: ভারত-ইংল্যান্ডের বিশ্বকাপ সেমি, বৃষ্টির শঙ্কা

অন্যান্য ফিচার ও দাম বাইকের ফিচারগুলির মধ্যে থাকছে ডিজিটাল ডিসপ্লে, ইউএসবি চার্জিং পোর্ট, সাইড স্ট্যান্ড কাট-অফ ইঞ্জিন, আরামদায়ক লম্বা সিট এবং তিনটি আকর্ষণীয় রঙের বিকল্প—ক্লাসিক ব্ল্যাক, ভিন্টেজ ব্লু এবং রয়েল ব্লু। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ডিসেম্বরে এই বাইকটির লঞ্চ হবে এবং দাম হতে পারে ২ লাখ থেকে ২.৫ লাখ টাকার মধ্যে।

আরও পড়ুন -  মহিলা প্রযুক্তি উদ্যান গুলি গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করে