BHOJPURI: খেসারি লাল যাদব ও অক্ষরা সিংয়ের ‘পানি পানি’ গানের নাচের ভিডিও ভাইরাল, ১০২ মিলিয়নেরও বেশি ভিউ!

Published By: Khabar India Online | Published On:

BHOJPURI: খেসারি লাল যাদব ও অক্ষরা সিংয়ের ‘পানি পানি’ গানের নাচের ভিডিও ভাইরাল, ১০২ মিলিয়নেরও বেশি ভিউ!

বর্তমান সময়ে বলিউডের পাশাপাশি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি বারবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে। ভোজপুরি সিনেমা এবং গানগুলো এখন প্রায়শই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় মাঝে মাঝেই দেখা যায় বিভিন্ন ভোজপুরি গানের ভিডিও। এই ইন্ডাস্ট্রির অনেক তারকা, বিশেষ করে অভিনেত্রী অক্ষরা সিং, তাঁর অসাধারণ পারফরম্যান্স ও এক্সপ্রেশনে অনুরাগীদের মুগ্ধ করে রেখেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ খেসারি লাল যাদবও তাঁর অসাধারণ অভিনয় এবং নাচের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন।

আরও পড়ুন -  ভরা যৌবনে কাজল রাঘবানি, সামলাতে পারছেন না খেসারি লাল যাদব, ভিডিও দেখুন VIDEO

সম্প্রতি, খেসারি লাল যাদব ও অক্ষরা সিং অভিনীত একটি নতুন মিউজিক ভিডিও ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে তাঁরা জনপ্রিয় ভোজপুরি গান ‘পানি পানি’ গানের তালে জমিয়ে নাচ করছেন। তাঁদের নাচের দৃশ্যগুলোতে রোমান্স ও মুগ্ধকর মুহূর্ত দর্শকদের আকর্ষণ করছে। বিশেষ করে অক্ষরা সিংয়ের এক্সপ্রেশন ও খেসারি লাল যাদবের নাচের দক্ষতা সবাইকে মুগ্ধ করেছে।

আরও পড়ুন -  VIRAL: কাজল-এর শরীরী মাদকতায় মাতাল হলেন খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও

এই ভাইরাল ভিডিওটি ইউটিউবে ইতিমধ্যে ১০২ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন।