PM Viswakarma Yojona: ৫% সুদে পাবেন ৩ লাখ টাকার লোন, আর সাথে পাবেন ১৫,০০০ টাকা, নিয়ম জানুন

Published By: Khabar India Online | Published On:

PM Viswakarma Yojona: ৫% সুদে পাবেন ৩ লাখ টাকার লোন, আর সাথে পাবেন ১৫,০০০ টাকা, নিয়ম জানুন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে দেশের কারিগর ও শিল্পীদের উন্নতির জন্য ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’ চালু করেছেন। এই প্রকল্পের লক্ষ্য হল ১৮টি নির্দিষ্ট পেশার কারিগর ও শিল্পীদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকা উন্নত করা। এই প্রকল্পের আওতায় ৩০ লক্ষেরও বেশি কারিগর যেমন তাঁতি, কামার, স্বর্ণকার, ধোপা এবং নাপিতদের কেন্দ্র সরকার সহায়তা প্রদান করবে। কেন্দ্র ১৩,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে এই প্রকল্পের জন্য।

আরও পড়ুন -  মহিলাদের জন্য বিশেষ স্কিম, ২ লক্ষ টাকা বিনিয়োগে ৩২ হাজার টাকা সুদ!

১৫,০০০ টাকার সহায়তা এই প্রকল্পে ছুতোর, নৌকা প্রস্তুতকারক, অস্ত্র প্রস্তুতকারক, তালা প্রস্তুতকারক, স্বর্ণকার, কুমার, ভাস্কর, মুচি, ঝুড়ি এবং ঝাড়ু প্রস্তুতকারক, পুতুল প্রস্তুতকারক, নাপিত, মালা প্রস্তুতকারক, ধোপা, দর্জি ও জাল প্রস্তুতকারকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অংশগ্রহণকারীরা ৫-৭ দিনের প্রাথমিক প্রশিক্ষণ পাবেন এবং প্রতিদিন ৫০০ টাকা করে ভাতা পাবেন। উন্নত প্রশিক্ষণ চলাকালীন ১৫ দিনের বেশি সময় ধরে প্রশিক্ষণ দিলে ১৫,০০০ টাকা ই-ভাউচারের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন -  Hepatitis - A: হেপাটাইটিস-এ’র সংক্রমণ ছড়াচ্ছে, যুক্তরাষ্ট্র ও কানাডায়

৫% সুদে ৩ লাখ টাকার ঋণ এই প্রকল্পের আওতায় ৩ লাখ টাকা পর্যন্ত গ্যারান্টি ছাড়া ঋণ সুবিধা পাওয়া যাবে। প্রথম ধাপে ব্যবসা সম্প্রসারণের জন্য ১ লাখ টাকা এবং দ্বিতীয় ধাপে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এই ঋণ ১৮ মাসের মেয়াদে ৫% সুদের হার নির্ধারিত হবে। প্রকল্পের সুবিধা নিতে আগ্রহী ব্যক্তিরা নিকটবর্তী ITI বা MSME অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা অনলাইনে আবেদন করতে পারেন।

আরও পড়ুন -  Hardik Pandya: কতবার! হিন্দু মতে হার্দিক-নাতাশার বিয়ে

অনলাইনে আবেদন প্রক্রিয়া: ১) প্রথমে সরকারী ওয়েবসাইট pmvishwakarma.gov.in-এ যান। ২) PM বিশ্বকর্মা কৌশল সম্মান স্কিমের জন্য আবেদন অপশনে ক্লিক করুন। ৩) স্কিমের জন্য রেজিস্ট্রেশন করুন। ৪) মোবাইলে মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবেন। ৫) ফর্মটি সম্পূর্ণ পূরণ করুন। ৬) প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন।

এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা দেশজুড়ে কারিগর ও শিল্পীদের জীবিকা ও দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সহায়তা প্রদান করবে।