মহালয়ায় আসছেন ‘গীতা’ হিয়া দেবী রূপে, স্টার জলসা

Published By: Khabar India Online | Published On:

মহালয়ায় আসছেন ‘গীতা’ হিয়া দেবী রূপে, স্টার জলসা।

দুর্গাপুজোর দিনগুলো একেবারে সামনে। আর মাত্র এক মাস পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব শুরু হবে। তার আগে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনা। বহু বছর ধরে রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনার প্রথা চলে আসছে। তবে ইদানীং টেলিভিশনে মহালয়ার বিশেষ অনুষ্ঠান দেখার প্রচলন বেড়ে গিয়েছে।

বিভিন্ন চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানে প্রিয় অভিনেত্রীদের দেখার জন্য দর্শকরা অপেক্ষা করে থাকেন।

আরও পড়ুন -  Devlina Kumar: দেবলীনা, দেবীর সাজে, অভিনেত্রীর ‘ভুল’ ধরলেন নেটিজেনরা !

এবার স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানের নাম ‘রণং দেহি’। সম্প্রতি চ্যানেলে এই অনুষ্ঠানের একটি ঝলক দেখা গেছে। সেখানে ‘গীতা LLB’ ধারাবাহিকের নায়িকা হিয়া মুখোপাধ্যায়কে কয়েক সেকেন্ডের জন্য দেখা গেছে। তিনি দেবী রূপে যুদ্ধরথ চালিয়ে আসছেন, তাঁর চোখে তেজদীপ্ত চাহনি। কিন্তু কোন দেবীর রূপে তাঁকে দেখা যাবে, তা এখনও জানা যায়নি।

এবার স্টার জলসার মহালয়ায় প্রধান চরিত্র অর্থাৎ দেবী মহিষাসুরমর্দিনীর রূপে দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে। তিনি একা নন, মহালয়ার অনুষ্ঠান রণং দেহিতে থাকবেন সন্দীপ্তা সেন এবং মধুমিতা সরকারও। এছাড়া দেখা যাবে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের স্বস্তিকা ঘোষ, ‘কথা’ ধারাবাহিকের সুস্মিতা দে, এবং ‘শুভ বিবাহ’ ধারাবাহিকের সোনামণি সাহাকেও।

আরও পড়ুন -  Maa Durga: মা দূর্গার ভূমিকায় মিঠাই, জি বাংলায়

কিছুদিন আগে টিআরপি তালিকায় শীর্ষস্থানে ছিল ‘গীতা LLB’। জ্বর নিয়ে শুটিং করেও হিয়া শীর্ষস্থান দখল করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বৃহস্পতিবার আসলে একটু ভয় কাজ করে, তবে টিআরপি নিয়ে বেশি চিন্তা করেন না। দর্শকদের ভালোবাসাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাস্তবিকই, দর্শকরা এই সিরিয়ালকে প্রচুর ভালোবাসা দিয়েছেন। এই জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে হিন্দিতেও বাংলার অনুকরণে ‘অ্যাডভোকেট অঞ্জলি অবস্তি’ নামে একটি ধারাবাহিক তৈরি হয়েছে, যেখানে প্রধান চরিত্রে থাকছেন বাংলা ছোটপর্দার পরিচিত মুখ শ্রীতমা মিত্র।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)