Bank Holidays: RBI প্রকাশিত ছুটির তালিকা দেখুন, ১৫ দিন ব্যাঙ্কে কিছু কাজ হবে না সেপ্টেম্বরে

Published By: Khabar India Online | Published On:

Bank Holidays: RBI প্রকাশিত ছুটির তালিকা দেখুন, ১৫ দিন ব্যাঙ্কে কিছু কাজ হবে না সেপ্টেম্বরে।

ব্যাঙ্ক পরিষেবা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আর্থিক কাজের জন্য ব্যাঙ্কে যেতে হয়, কিন্তু যদি হঠাৎ ব্যাঙ্ক বন্ধ থাকে, তাহলে তা অনেকের সমস্যার কারণ হতে পারে। তাই আগে থেকে জেনে নেওয়া ভালো, কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত তালিকা অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কগুলি মোট ১৫ দিনের জন্য বন্ধ থাকবে। আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনো জরুরি কাজ থাকে, তা আগেই সেরে ফেলার চেষ্টা করুন, যাতে ছুটির সময় সমস্যায় পড়তে না হয়।

আরও পড়ুন -  Bank News: বড় খবর এল ব্যাঙ্ক নিয়ে, সপ্তাহে এই দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক, ছুটি বদল হলো

সেপ্টেম্বর মাসের ১৫ দিনের ছুটির মধ্যে রয়েছে জাতীয় এবং আঞ্চলিক ছুটি, রবিবার, এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার। এই ছুটির কিছু অংশ দেশজুড়ে সব ব্যাঙ্কের জন্য প্রযোজ্য হবে, আবার কিছু নির্দিষ্ট রাজ্য এবং অঞ্চলে প্রযোজ্য হবে। তবে, ব্যাঙ্ক ছুটির দিনেও অনলাইন পরিষেবা যেমন Google Pay, PhonePe, Paytm, ইন্টারনেট ব্যাঙ্কিং চালু থাকবে।

আরও পড়ুন -  Bank Holiday in December: ডিসেম্বর মাসে ১০ দিনের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা:

1 সেপ্টেম্বর: রবিবার
4 সেপ্টেম্বর: শ্রীমন্ত শঙ্করদেবের তিরুভ তিথি (গৌহাটি)
7 সেপ্টেম্বর: গণেশ চতুর্থী (প্রায় সমগ্র ভারত)
8 সেপ্টেম্বর: রবিবার
14 সেপ্টেম্বর: দ্বিতীয় শনিবার, প্রথম ওনাম (কোচি, রাঁচি এবং তিরুবনন্তপুরম)
15 সেপ্টেম্বর: রবিবার
16 সেপ্টেম্বর: বড়ভাফাত (প্রায় সমগ্র ভারত)
17 সেপ্টেম্বর: মিলাদ-উন-নবী (গ্যাংটক ও রায়পুর)
18 সেপ্টেম্বর: পাং-লাহাবসোল (গ্যাংটক)
20 সেপ্টেম্বর: ঈদ-ই-মিলাদ-উল-নবী (জম্মু ও শ্রীনগর)
22 সেপ্টেম্বর: রবিবার
21 সেপ্টেম্বর: শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস (কোচি এবং তিরুবনন্তপুরম)
23 সেপ্টেম্বর: মহারাজা হরি সিংয়ের জন্মদিন (জম্মু ও শ্রীনগর)
28 সেপ্টেম্বর: চতুর্থ শনিবার
29 সেপ্টেম্বর: রবিবার

আরও পড়ুন -  উত্তরবঙ্গ পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের, জন বার্লার দাবীকে কার্যত ঘুরিয়ে সমর্থন করলেন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক