নিত্যযাত্রীদের জন্য দারুন খবর, রাত এগারোটার পরেও বাস মিলবে, কোন রুটে চলবে?

Published By: Khabar India Online | Published On:

নিত্যযাত্রীদের জন্য দারুন খবর, রাত এগারোটার পরেও বাস মিলবে, কোন রুটে চলবে?

অনেক মানুষ, বিশেষ করে মহিলারা, যারা রাতে কাজ শেষে বাড়ি ফেরেন, তাদের জন্য প্রয়োজনীয় যানবাহন পেতে সমস্যা হয়। রাত দশটার পরেও কীভাবে বাড়ি ফিরবেন, সেই চিন্তায় তারা উদ্বিগ্ন থাকেন। তবে এবার সেই উদ্বেগ কাটিয়ে ওঠার জন্য এক নতুন সুখবর রয়েছে।

আরও পড়ুন -  রানীগঞ্জের একটি বেসরকারি লৌহ ইস্পাত কারখানায় দিনভর বন্ধ করে বিক্ষোভ

শহরের কিছু গুরুত্বপূর্ণ স্থানে রাত দশটার পর আর সরকারি বাস দেখা যায় না। এই সমস্যার সমাধানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর রাতে অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা করেছে।

আরও পড়ুন -  শুকনো থুতুর থেকে করোনা ভাইরাস শনাক্ত করার জন্য সিএসআইআর-সিসিএমবি-র আরটি-পিসিআর পদ্ধতিকে অনুমোদন দিল আইসিএমআর

পরিবহন দপ্তর থেকে জানানো হয়েছে যে কলকাতায় দুটি শিফটে বাস চালানো হবে। দ্বিতীয় শিফটের বাসগুলো ডিপো থেকে দুপুর ১.৩০ থেকে ২টার মধ্যে ছাড়ে, এই শিফটে প্রায় ১৫০টি বাস চলে। যাতে কলকাতার রাস্তায় গভীর রাত পর্যন্ত সরকারি বাস পাওয়া যায়, সে জন্য দ্বিতীয় শিফটের বাসগুলো দেরিতে ছাড়া পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন -  Ravindra Jadeja Retirement: রবীন্দ্র জাদেজা অবসর নিলেন বিরাট রোহিতের পর টি-টোয়েন্টি থেকে

পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা রাতে কাজ শেষ করে বাড়ি ফেরেন, তাদের জন্য সহজে বাস পাওয়ার সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া কথা ভাবা হয়েছে।