ব্রডকাস্ট জার্নালিজম নিয়ে পড়ার সুযোগ, আবেদন করুন এই কোর্সে

Published By: Khabar India Online | Published On:

ব্রডকাস্ট জার্নালিজম নিয়ে পড়ার সুযোগ, আবেদন করুন এই কোর্সে।

যারা সম্প্রচারমূলক সাংবাদিকতা (ব্রডকাস্ট জার্নালিজম) নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, তাদের জন্য ভালো সুযোগ। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে ডিরোজিও মেমোরিয়াল কলেজে ব্রডকাস্ট জার্নালিজমের ব্যাচেলর ইন ভোকেশন প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

এই কোর্সে ব্রডকাস্ট জার্নালিজম ছাড়াও পাবলিক রিলেশন এবং প্রিন্টিং অ্যান্ড বুক পাবলিশিং এর মতো বিষয় শেখানো হবে। প্রতিটি বিষয়ে ৫০ জন ছাত্রছাত্রী নিয়ে ক্লাস হবে, এবং ক্লাসগুলো অফলাইনের পাশাপাশি অনলাইনেও করা হবে।

আরও পড়ুন -  'Hand of God' Jersey: নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি বিক্রি

দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ যেকোনো ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। এছাড়া কর্মরত ব্যক্তি এবং দশম শ্রেণি উত্তীর্ণ ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে, তবে দশম শ্রেণির পর আইটিআই শংসাপত্র থাকা আবশ্যক। যেকোনো বিষয়ের স্নাতক স্তরের ছাত্রছাত্রীরাও এই কোর্সে ভর্তি হতে পারবে কেন্দ্রের ডুয়াল ডিগ্রি প্রোগ্রামের মাধ্যমে।

আরও পড়ুন -  উল্লুর নতুন ওয়েব সিরিজ ইন্টারনেটে ফাঁস, প্রচুর অন্তরঙ্গ দৃশ্য, দোরাহা পার্ট ১

কলেজের অধ্যাপকদের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞরাও এই কোর্সে ক্লাস নেবেন। থিয়োরির পাশাপাশি হাতে-কলমে কাজ শেখানো হবে, জব ট্রেনিং এবং ভিএফএক্স ও গ্রাফিক্স শেখার সুযোগ থাকবে।

আরও পড়ুন -  Srabanti-Madan: শ্রাবন্তীর ছবি রেকর্ড ভেঙে দেবে, মদন মিত্র

ডিরোজিও কলেজ ২০১৫ সালে ইউজিসি কমিউনিটি কলেজ হিসেবে বিভোক কোর্স চালু করার অনুমতি পায়। বর্তমানে তিনটি বিষয়ের ওপর কোর্স চলছে। আবেদন করার জন্য কলেজের নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করতে হবে। আবেদন প্রক্রিয়া ১৮ জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে। ভর্তি ফি ৬,৫২০ টাকা।