বিষ্ফোরক অনুরাধা রায়, বড়পর্দায় সুযোগ না পাওয়া নিয়ে

Published By: Khabar India Online | Published On:

বিষ্ফোরক অনুরাধা রায়, বড়পর্দায় সুযোগ না পাওয়া নিয়ে।

বাংলা বিনোদন জগতের অতি পরিচিত অনুরাধা রায় (Anuradha Roy)। দীর্ঘ অভিনয় জীবনে অবদান রয়েছে বড়পর্দা থেকে ছোটপর্দায়। বর্তমানে টেলিভিশনেই বেশি দেখা যায় তাঁকে। নানান ধারাবাহিকে মূলত ঠাকুমা, দিদিমার চরিত্রে অভিনয় করেন। একটা সময় ছিল যখন বাংলা সিনেমায় নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছিলেন এই অনুরাধা রায়। আর এখন বড়পর্দায় দেখা যায় না।

আরও পড়ুন -  Mobile: ৫৩০ কোটি মোবাইল বাতিল হবে

সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে খানিক অভিমানের সুরই শোনা গেল তাঁর কণ্ঠে। প্রবীণ অভিনেত্রী বলেন, ‘এখন পরিচালক প্রযোজকরা চেনা গণ্ডির বাইরে খুব একটা যেতে চান না। নিজেদের লোকজনদের অথব যাঁদের উপরে তাঁদের ভরসা রয়েছে বা যাঁদের নিয়ে কাজ করতে অভ্যস্ত, তাঁদের নিয়েই কাজ করেন। আমি হয়তো তাঁদের লিস্টে পড়ি না’।

আরও পড়ুন -  Acne Problems: ব্রণের সমস্যা বর্ষায়, সমাধান কি?

তিনি বলেন, তাঁরা আগে যেভাবে কাজ করেছেন এখন আর তেমন ভাবে কাজ হয় না। সবকিছুই এখন খুব ফাস্ট। আগে সময় নিয়ে একটি শৈল্পিক ব্যাপার রাখার চেষ্টা হত। এখন তেমনটা একেবারেই নেই। এখন খুব তাড়াহুড়ো করে সব কাজ সেরে ফেলা হয়। এর মধ্যে যতটুকু শৈল্পিক ব্যাপার রাখা যায়।

অনুরাধা রায়ের কথায়, এখন কারোর কাছেই বেশি সময় নেই। সবাই যেন ছুটছে। তাঁদের সময় এমনটা হত না। বর্তমানে টেলিভিশনে বিভিন্ন চ্যানেল যেমন বাড়ছে, তেমনি সিরিয়ালের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। কিন্তু এর মধ্যে অনেক ধারাবাহিকই সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে। টিআরপির অভাবে নিত্য নতুন সিরিয়ালের সমাপ্তি হচ্ছে। তার জায়গা নিচ্ছে নতুন সিরিয়াল। বাস্তবিকই তাড়াহুড়োর মধ্যে শেষ হচ্ছে সিরিয়ালগুলি।

আরও পড়ুন -  Kolkata: কলকাতায় ‘ওমিক্রন’ আক্রান্ত ! দুবাই ফেরত তরুণী করোনা আক্রান্ত