একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল স্বাধীনতা দিবসের আগেই, যাত্রী ভোগান্তির আশঙ্কা।
প্রায়ই রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়, যা যাত্রীদের জন্য সমস্যার কারণ হয়। মাসখানেক আগে শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছিল,তখন যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছিল। এবার স্বাধীনতা দিবসের আগেই লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল।
আগামী ১৪ আগস্ট হাওড়া ডিভিশনের জনাই রোড স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হবে। আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ৩৬৮১১ (সময়: ৪:০০) এবং ডাউন বর্ধমান-হাওড়া কর্ড লাইনের ৩৬৮১২ (সময়: ২:৫৮) বাতিল থাকবে। এছাড়াও ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া হয়ে চলবে। অন্যদিকে, ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত থাকবে।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ট্রাফিক ব্লকের কারণে যাত্রীদের সমস্যার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। আধিকারিকদের মতে, ট্রাফিক ব্লকের কারণে সাময়িক অসুবিধা হলেও রেলের আধুনিকীকরণের জন্য এই কাজ প্রয়োজনীয়। এর আগেও গত রবিবার হাওড়া ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছিল, যার মধ্যে আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার স্পেশাল, কাটোয়া-আজিমগঞ্জ এক্সপ্রেস স্পেশাল, হাওড়া-বর্ধমান গ্যালোপিং লোকাল ট্রেনগুলি উল্লেখযোগ্য।