বন্ধের মুখে রাজ্যের একাধিক স্কুল, নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আপডেট

Published By: Khabar India Online | Published On:

বন্ধের মুখে রাজ্যের একাধিক স্কুল, নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আপডেট।

রাজ্যে শিক্ষকের অভাবে একাধিক স্কুল বন্ধ হওয়ার মুখে। শিক্ষক নিয়োগ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে শিক্ষা ব্যবস্থায় ক্রমশ দুরবস্থা দেখা দিচ্ছে। শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) নিয়ে চলা দুর্নীতি ও আইনি জটিলতার ফলে প্রায় ২৬,০০০ জনের ভবিষ্যৎ অনিশ্চিত। ২০১৬ সালের পুরো প্যানেল হাইকোর্টের রায়ে বাতিল হওয়ায়, কবে নতুন নিয়োগ হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুন -  শিক্ষাব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন! প্রাইমারি পড়ুয়াদের উপর কি প্রভাব পড়বে?

রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা সংকটাপন্ন। কোথাও কিছু শিক্ষকের ওপর পুরো স্কুলের দায়িত্ব পড়ে গেছে, আবার কোথাও শিক্ষকের সংখ্যা ছাত্রসংখ্যার তুলনায় অনেক কম। এর ফলে শিক্ষার মানও অবনতি ঘটছে, কয়েকটি স্কুল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, রাজ্য সরকার যত দ্রুত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে, তত দ্রুত এই সমস্যা সমাধান হবে।

আরও পড়ুন -  ধর্না দেওয়া চাকরিপ্রার্থীদের নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, কি জানালেন ব্রাত্য বসু ?

শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের উপস্থিতিতেও প্রভাব পড়ছে। অনেক জায়গায় শিক্ষার্থীরা মাধ্যমিক পাশ করার আগেই স্কুল ছেড়ে দিচ্ছে। কন্যাশ্রী প্রকল্প এবং অন্যান্য বৃত্তি থাকা সত্ত্বেও স্কুল ড্রপ আউটের সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন -  শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা ও শিক্ষক নিয়োগের পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য

বর্তমানে রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজে সাড়ে তিন লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক মহল মনে করছেন, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনা জরুরি, নাহলে রাজ্যের শিক্ষার মান আরও নিম্নমুখী হবে।