রাস্তায় নিষিদ্ধ হচ্ছে টোটো! ১৫ই অগাস্টের পর থেকে, দৌরাত্ম্য রুখতে কড়া প্রশাসন

Published By: Khabar India Online | Published On:

রাস্তায় নিষিদ্ধ হচ্ছে টোটো! ১৫ ই অগাস্টের পর থেকে, দৌরাত্ম্য রুখতে কড়া প্রশাসন।

পরিবহন দফতরের নতুন নির্দেশিকা অনুসারে, আগামী ১৫ ই অগাস্টের পর থেকে রাস্তায় টোটো (Toto) চলাচল নিষিদ্ধ হতে চলেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যানজট এবং দুর্ঘটনা রোধের লক্ষ্যে। মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর সহ বিভিন্ন জায়গায় টোটোর অত্যধিক চলাচলের ফলে যানজট এবং দুর্ঘটনার ঘটনা বেড়ে গিয়েছে।

আরও পড়ুন -  ভারত, বিশ্বকাপের ফাইনালে প্রবেশ, এক ম্যাচে কী রেকর্ড করলো ভারতীয় ক্রিকেটাররা

এছাড়াও, টোটো চালকদের অনিয়ন্ত্রিত আচরণের কারণে পথচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ফলে, প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে যে, টোটোর পরিবর্তে ই-রিক্সা চালু করা হবে, যার প্রতিটিতে থাকবে রেজিস্ট্রেশন নম্বর।

এই ই রিক্সাগুলির প্রতিটিতে থাকবে আলাদা আলাদা রেজিস্ট্রেশন নম্বর। যে গাড়ি গুলিতে নম্বর থাকবে না সেগুলি রাস্তায় নামতে পারবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ২০০ টিরও বেশি ই রিক্সা পেয়েছে বৈধ নম্বর।

আরও পড়ুন -  হাওড়া আন্দুল রোড পোদড়া চুনাভাটি সবজি বাজারে, জনস্রোত না জনপ্লাবন বোঝা মুশকিল

এই পরিবর্তনের ফলে টোটো চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই ঋণ নিয়ে টোটো কিনেছেন এবং এখন তাদের সামনে প্রশ্ন উঠেছে যে, নতুন ই-রিক্সা কিনতে তারা কীভাবে অর্থ জোগাড় করবেন। পরিবহন দফতর অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে, নির্ধারিত তারিখের পর থেকে বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযান চালানো হবে। ইতিমধ্যেই অনেক ই-রিক্সা বৈধ নম্বর পেয়েছে এবং আরো অনেকে আবেদন করেছেন। এই পরিবর্তন যানজট এবং দুর্ঘটনা কমাতে সহায়ক হবে বলে প্রশাসন আশা করছে।

আরও পড়ুন -  প্রেমের জ্বালায় পাগল মোনালিসা প্রবল বৃষ্টি দেখে, এই জুটির রোম্যান্স দেখে নেট ভক্তরা দিশেহারা VIDEO