এই মাসেই শেষ ‘মিঠিঝোরা’! এল বড় সত্যি খবর

Published By: Khabar India Online | Published On:

এই মাসেই শেষ ‘মিঠিঝোরা’! এল বড় সত্যি খবর।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) নিয়ে সম্প্রতি এক গুঞ্জন উঠেছিল যে, এই সিরিয়ালটি হয়তো শেষ হয়ে যাচ্ছে। এই খবরে অনুরাগীদের মধ্যে হতাশা ও উদ্বেগের সৃষ্টি হয়। তবে, সিরিয়ালের মুখ্য অভিনেতা সপ্তর্ষি রায় এবং সুমন দে এই গুঞ্জনের সত্যতা অস্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন যে, এমন কোনো খবর তাঁদের কাছে নেই এবং সিরিয়ালটি আগামী দিনেও চালিয়ে যাওয়া হবে। অনির্বাণ চরিত্রাভিনেতা সুমন দে-ও জানান, তাঁর কাছে অন্তত এমন কোনো তথ্য নেই। শুধু তাই নয়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও শেয়ার করে সুমন জানান, মিঠিঝোরা শেষ হচ্ছে এমন একটি খবর রটেছে। তবে তা সত্যি নয়।

আরও পড়ুন -  Green Baji: শব্দবাজি ফাটানো নিষেধ, সবুজ বাজি ব্যবহারে পরিবেশ দূষণ অনেক কম

সিরিয়ালটির টিআরপি রেটিং এখনও ভালো অবস্থানে রয়েছে, এবং দর্শকরা এর গল্পের টানাপোড়েন এবং চরিত্রের নিয়ে বেশ আগ্রহী। সিরিয়ালটির সম্প্রচারের সময় কিছুটা পরিবর্তন হয়েছে, যা কিছু অনুরাগীদের মধ্যে শঙ্কা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন -  Subhashree Ganguly: স্লিভলেস ব্লাউজ, ফিনফিনে শাড়ি, লাস্যময়ী শুভশ্রী-কে দেখে নেটজনতা মুগ্ধ

প্রথমে রাত সাড়ে নটা থেকে রাত দশটায় এবং পরে রাত ৯:৪৫ মিনিটে সম্প্রচারের সময় নির্ধারিত হয়। এই পরিবর্তন সত্ত্বেও, সিরিয়ালটির গল্পে নতুন মোড় আসছে এবং নির্মাতারা দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন -  দ্বিতীয় সন্তানের বাবা হলেন জিৎ

সাংসারিক মেলোড্রামা থেকে বেরিয়ে এসে, ‘মিঠিঝোরা’ এখন নতুন করে গল্প বলার পথে। আরাত্রিকা মাইতির মতে, এই পরিবর্তন সিরিয়ালটিকে আরও জীবন্ত এবং আকর্ষণীয় করে তুলবে। অনুরাগীরা এখন আশাবাদী যে, তাঁদের প্রিয় সিরিয়ালটি আরও অনেক দিন ধরে তাঁদের মনোরঞ্জন করবে।

 

View this post on Instagram

 

A post shared by Aratrika (@thearatrikaofficial_)