Jahnvi Kapoor: উপস মোমেন্টসের শিকার জাহ্নবী কাপুর নতুন ছবির অনুষ্ঠানে, লোকজন বললেন এই কথা…

Published By: Khabar India Online | Published On:

Jahnvi Kapoor: উপস মোমেন্টসের শিকার জাহ্নবী কাপুর নতুন ছবির অনুষ্ঠানে, লোকজন বললেন এই কথা…।

সোশ্যাল মিডিয়াতে ছবি ভাইরাল হয়েছে।

অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাধর। ২০১৮ সালে রোম্যান্টিক মুভি ধড়কের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ হয়। যেখানে ইশান খট্টরের সঙ্গে করেছিলেন রোম্যান্স। শশাঙ্ক খৈতানের পরিচালনায় পার্থবী সিং রাঠোরের চরিত্রে অভিনয় করেছিলেন জাহ্নবী।

এটি ছিল নাগরাজ মঞ্জুলের ২০১৬ সালের মারাঠি ছবি সাইরাতের হিন্দি রিমেক। বড় পর্দায় জাহ্নবীর উপস্থিতি ছিল ২০২২ সালে বনি কাপুরের মিলি সিনেমায়। জাহ্নবী কাপুর ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম সুন্দরী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছেন। তার সাহসী চেহারার দৌলতে ভক্তদের মধ্যে নিজের একটা জনপ্রিয়তা তৈরি করে নিয়েছেন।

আরও পড়ুন -  Ram Mandir: খরচ হয়েছে ১১০০ কোটি টাকা রাম মন্দির নির্মাণে, এখনোও বাকি রয়েছে

এই ছবির ওপেনিং অনুষ্ঠানে জাহ্নবী

তিনি প্রায় তার নতুন লুক নিজের ভক্তদের সাথে শেয়ার করেন। সেই ধরনের ভিডিও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সাথে নানান সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে দুরন্ত জনপ্রিয়তা পায়। সম্প্রতি তার একটি নতুন রিল ভিডিও সোশ্যাল মিডিয়াতে সকলের আকর্ষণ জয় করে নিয়েছেন। নতুন রিল ভিডিওতে জাহ্নবী কাপুরকে দেখা যাচ্ছে, ঝকমকে একটা পোশাক পরে তার নতুন ছবি উলাঝের ওপেনিংয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -  দলীয় প্রচারের সাথে সাথে দোল খেলায় মাতলেন বিজেপির প্রার্থী অগ্নীমিত্রা পাল

আবার ভাইরাল হল নতুন লুক

এখন সোশ্যাল মিডিয়াতে প্রায় জাহ্নবী কাপুর কে দেখা যায় নানান ধরনের পোশাকে ছবি পোস্ট করতে। এবার এই নতুন পোশাকে তিনি ধরা দিয়েছেন তার নতুন ছবি উলঝের ওপেনিং অনুষ্ঠানে এসে। সেখানে ছবির মোশন পোস্টারের সামনে দাঁড়িয়ে পাপারাজ্জিদের উদ্দেশ্যে পোজ দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন -  কুলটির রানীতোলা মোর অঞ্চলে তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান

কিন্তু এর পরে সেখানে উপস মোমেন্ট এর শিকার হয়েছেন। তিনি আদতে একটি অফ শোল্ডার ড্রেস পরে এসেছিলেন। এই পোশাকের জন্য তিনি পোজ দিতে গিয়ে বেশ সমস্যার পড়েন। সেই জন্য প্রথমে তাকে দেখা যায় নিজের পোশাকটা ঠিক করতে। সেটাই দর্শকদের নজরে পড়ে গিয়েছে। এর মধ্যে প্রায় একুশ হাজার জন মানুষ ভিডিওটি লাইক দিয়েছেন। আবার অনেকে কমেন্ট করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)