স্ত্রী অর্পিতার সাথে বিবাহ বিচ্ছেদ ঘোষণা, বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর

Published By: Khabar India Online | Published On:

স্ত্রী অর্পিতার সাথে বিবাহ বিচ্ছেদ ঘোষণা, বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর।

বিনোদুনিয়ায় এখন শুধু বিয়ে ভাঙার খবর আসছে। যেমন বলিউড থেকে টলিউড বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চলছে পরপর। এবার ওপার বাংলায় আঁচ লেগেছে। সবাইকে অবাক করে দিয়ে স্ত্রী অর্পিতার সাথে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ (Arifin Shubho)। বুধবার সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন।

আরও পড়ুন -  মহামেডান ক্লাবের স্বপ্ন অধরা

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন আরিফিন শুভ। সেখানে লেখা, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনও কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা, আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।‘

আরও পড়ুন -  Ayendri Roy: আঁটোসাঁটো শর্ট পোশাকে তাঁর ভক্তদের মাথা ঘুরিয়ে দিলেন আয়েন্দ্রি!

আরো লেখা হয়েছে, ‘অনেক চড়াই-উৎরাই এর পরেও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে।‘

এই রকম আচমকা এই পোস্টে মনখারাপের আবহ বাংলাদেশি বিনোদন জগতে। কলকাতার ফ্যাশন ডিজাইনার অর্পিতার সাথে অভিনেতার বিয়ে হয়েছিলো ২০১৫ সালে। দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবন থেকে হঠাৎ বেরিয়ে আসার সিদ্ধান্ত কেন নিয়ে নিলেন সেটা আরিফিন শুভ কাজ থেকে কিছু জানা যায়নি।

আরও পড়ুন -  এক চিমটে ফটকিরিতে, সংসারে সব কিছু মঙ্গল !

এখন বাংলাদেশের পরিস্থিতির মাঝে এমন খবরে মুষড়ে পড়েছেন তাঁর ভক্তরা। উল্লেখ্য টলিউডের ছবিতেও অভিনয় করেছেন আরিফিন শুভ।