Muskan Baby: উদ্দাম ভঙ্গিমায় নাচ মুসকান বেবির হরিয়ানভি গানের তালে, শরীরের হিল্লোল দেখালেন ভক্তদের

Published By: Khabar India Online | Published On:

Muskan Baby: উদ্দাম ভঙ্গিমায় নাচ মুসকান বেবির হরিয়ানভি গানের তালে, শরীরের হিল্লোল দেখালেন ভক্তদের।

এখন চারিদিকে হরিয়ানভি নানান রকমের নাচ ও গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দারুণ ভাবে জনপ্রিয়তা পেয়েছে। হরিয়ানভি জনপ্রিয় নৃত্যশিল্পীরা সোশ্যাল মিডিয়াতে দারুণ জনপ্রিয় তার কারণ তাঁদের সিজলিং ও হট স্টাইলের জন্য পরিচিত। সোশ্যাল মিডিয়াতে তাঁদের সৌন্দর্য দেখতে সবাই মণ ভরে দেখেন। সোশ্যাল মিডিয়াতে কেবল নবপ্রজন্মের মানুষরাই দেখে এই রকম নয়, বৃদ্ধরাও তাঁদের নাচ দেখার জন্য অস্থির হয়ে ওঠেন।

আরও পড়ুন -  VIDEO: নোট বর্ষণ করেছে ব্যাচেলররা, সুনিতা বেবির অতুলনীয় নাচ মঞ্চে

বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মুসকান বেবি

বর্তমানে ইন্টারনেটে দারুণ ভাবে জনপ্রিয় হয় হরিয়ানভি স্টেজ ড্যান্স শোগুলি। যারা এই রকম ভিডিও পছন্দ করেন, তাঁরা অবশ্যই স্বপ্না চৌধুরীকে খুব ভালো ভাবে জানেন। ইন্টারনেট জগতে প্রায় সময়ে লাইমলাইটে থাকছেন এই তারকা। স্টেজ শো দেখতে ভিড় জমান প্রায় হাজার হাজার মানুষ। কিন্তু এখন হরিয়ানভী ইন্ড্রাস্ট্রিতে স্বপ্না চৌধুরী ছাড়াও জনপ্রিয়তা পাচ্ছেন আরও কয়েকজন তারকা। তাঁদের স্টেজ শো দেখতেও বহু মানুষ আসেন। সেই রকম এক জন তারকা হচ্ছেন মুসকান বেবি।

আরও পড়ুন -  দারুন অফার রয়েছে, OPPO Reno 11 Pro 5G ফোনের দাম কমের দিকে এসেছে

এখন মুসকান বেবির ভাইরাল হলো ভিডিও

আবার নতুন করে হরিয়ানভি ইন্ড্রাস্ট্রিতে জনপ্রিয়তার উপরে আছেন মুসকান বেবি। তাঁর স্টেজ শোতে প্রায় হাজার হাজার মানুষ ভিড় করেন। এখন ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ‘ছাতি পে লিপাটকার’ গানের তালে তুমুল নাচ করেছেন এই ড্যান্সার। তিনি উজ্জ্বল হলুদ রংয়ের সালোয়ার কামিজ পরে নাচে মেতে উঠেছেন।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফর সূচি

গানের তালে তাঁর কোমর দোলানো দেখে অবাক হয়ে দেখতে হবে। এই স্টেজ পারফরমেন্স এর ভিডিও ইন্টারনেট জগতে দারুণ জনপ্রিয় হচ্ছে। ইউটিউবে এই ভিডিওটি প্রায় ১ মিলিয়ন মানুষ দেখে নিয়েছেন। আপনার দেখার ইচ্ছা করলে দেখে নিন ভিডিওটি।