Kolkata Metro: কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য আসছে দারুন খবর! ৫ই অগস্ট থেকেই বদল হচ্ছে এই গুলো

Published By: Khabar India Online | Published On:

Kolkata Metro: কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য আসছে দারুন খবর! ৫ই অগস্ট থেকেই বদল হচ্ছে এই গুলো।

কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য আসছে দারুন খবর! আগামী ৫ই অগস্ট থেকে, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার সময়সূচি এবং রেট উন্নত হতে চলেছে। এতদিন যেখানে আপ এবং ডাউন লাইনে মোট ৪৮টি রেক চলত, তা বেড়ে এখন প্রায় ৭৪টি হতে চলেছে। এই পরিবর্তনের ফলে, সকালের পরিষেবা এখন থেকে সকাল ৮টা থেকে শুরু হবে, যা আগে ন’টা থেকে শুরু হত।

আরও পড়ুন -  Qatar World Cup: চূড়ান্ত দল ঘোষণা করলো স্পেন, বিশ্বকাপে ২৬ সদস্যের

বিকেলের শেষ মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে, যা আগে বিকেল ৪টে ৪৬ মিনিটে ছিল, এখন তা রাত ৮টা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের বাড়তি সংখ্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিত্যযাত্রীদের মধ্যে আনন্দের খবর।

আরও পড়ুন -  Top Web Series: মুহূর্তে মুহূর্তে রয়েছে ঘনিষ্ঠ দৃশ্য, গভীর রাতে একলা দেখবেন

নতুন রুট চালু হওয়ার পর থেকে রুবি এবং তার আশপাশের স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বেড়েছে, বিশেষ করে সকালে এবং বিকেলের অফিস যাওয়া-আসার সময়। এই পরিবর্তনের ফলে রুবির মোড় থেকে গড়িয়া স্টেশনে যাত্রীদের ট্রেন ধরার সুবিধা বেড়েছে। এছাড়াও, কলকাতার তিনটি মেট্রো স্টেশনে যাত্রীদের কম সংখ্যার কারণে টিকিট কাউন্টার সরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন -  Indian Railway: নতুন নিয়ম আসছে ট্রেনের টিকিটে, জেনারেল টিকিটেও এই নিয়ম হবে

যাত্রীরা ASCRM মেশিন থেকে নিজেরাই কেটে নেন টিকিট। এই পরিবর্তনের আওতায় পার্পল লাইনের তারাতলা ও সখেরবাজার স্টেশন এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশন আসছে। কবি সুকান্ত স্টেশনে গড়ে ২২০ যাত্রী হওয়ার খবর মেট্রো সূত্রে জানা গেছে। এই তিনটি স্টেশন ১লা অগস্ট থেকে কাউন্টারবিহীন স্টেশন হিসেবে কাজ করবে।