বিয়ের তিন বছর পরেই সংসার ভাঙার মুখে, এই জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীর জীবনে

Published By: Khabar India Online | Published On:

বিয়ের তিন বছর পরেই সংসার ভাঙার মুখে, এই জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীর জীবনে।

বিনোদন জগতে তারকাদের জীবনে সম্পর্কের উত্থান-পতন এক সাধারণ ঘটনা। সম্প্রতি, বহু তারকা জুটির বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জন সম্প্রতি অনলাইন মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এর মধ্যেই, এক প্রখ্যাত টেলিভিশন অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদের (Divorce) খবর মিডিয়ার শিরোনাম হয়ে উঠেছে। তিনি হলেন সোহিনী গুহ রায় (Sohini Guha Roy)। বিয়ের তিন বছর পরেই তাঁর সংসার ভাঙার খবর শোনা যাচ্ছে।

আরও পড়ুন -  প্রায় 10 টি কোয়াটারে চুরির অভিযোগ তুলে রাস্তা অবরোধ, বিক্ষোভে সামিল স্থানীয়রা

তিন বছর আগে কল্লোল চৌধুরীর সাথে বিয়ে হয় সোহিনীর। সেই সময় তিনি ‘গঙ্গারাম’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। তিন বছর না যেতেই শোনা যাচ্ছে, তাঁরা এখন আলাদা হয়ে যাচ্ছেন। বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মিডিয়া সোহিনীর সাথে যোগাযোগ করেছিল, কিন্তু তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি বর্তমানে কোনো মন্তব্য করতে পারবেন না।

আরও পড়ুন -  ‘রানীমা’, কি ভেবে গান শুনছেন, অর্থাৎ দিতিপ্রিয়া

সোহিনী তাঁর স্বামী কল্লোলকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন, এবং ইনস্টাগ্রাম থেকে তাঁদের যৌথ ছবিগুলি মুছে ফেলেছেন। ফেসবুকে এখনও সেই ছবিগুলি রয়ে গেছে, কিন্তু সোহিনীর সাম্প্রতিক জন্মদিনে তাঁর স্বামীর কোনো উপস্থিতি দেখা যায়নি। যদিও কল্লোল তাঁর জন্মদিনে ‘শুভ জন্মদিন (সরি)’ বলে একটি পোস্ট করেছেন, কেন তিনি সরি বলেছেন তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, এর আগেও সোহিনীর বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। গত বছর তাঁর ডিভোর্সের গুঞ্জন উঠলেও তিনি তা হাস্যরসাত্মকভাবে উড়িয়ে দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে ডিভোর্স হচ্ছে না। তিনি এই বিষয়ে হলফ করে বলতে পারেন বলেও জানিয়েছিলেন। কিন্তু এবারে সোহিনীর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য শোনা যায়নি।