স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর, ‘বাংলাদেশের মানুষ কড়া নাড়লে আশ্রয় দেব’

Published By: Khabar India Online | Published On:

স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর, ‘বাংলাদেশের মানুষ কড়া নাড়লে আশ্রয় দেব’।

বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। কোটা সংশোধনী আইনের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা রাজপথে প্রতিবাদ জানাচ্ছে, যার ফলে দেশজুড়ে অশান্তির আবহ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে, তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক স্পষ্ট বার্তা দেন।

আরও পড়ুন -  বাংলাদেশের জামালপুর শহরের দয়াময়ী মন্দির

প্রতি বছরের ন্যায়, এই বছরও তৃণমূল কংগ্রেস শহিদ দিবসের আয়োজন করেছিল, যা বিধানসভা এবং লোকসভা নির্বাচনে তাদের বিপুল জয়ের পর আরও বিশেষ মাত্রা পেয়েছে। মুখ্যমন্ত্রীর আহ্বানে বিভিন্ন জেলা থেকে কর্মী ও সমর্থকরা কলকাতায় জড়ো হয়েছিলেন।

আরও পড়ুন -  এই বয়েস থেকে বাইকে চড়বে না চালাবে কিছু জানা যাচ্ছে ? তার প্রস্তুতি নিচ্ছে ছোট্ট ইউভান

ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে প্রস্তুত মঞ্চে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় হঠাৎ বৃষ্টি নামে। কিন্তু তিনি তার বক্তব্য থামাননি, বরং বৃষ্টির মধ্যেও তার বার্তা স্পষ্ট করে দেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যদি সাহায্যের জন্য দরজায় কড়া নাড়ে, তাহলে তাদের আশ্রয় দেওয়া হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে কোনো প্ররোচনায় জড়িত না হতে এবং অশান্তি সৃষ্টি না করতে। এই বার্তা দিয়ে তিনি সমাবেশের মঞ্চ থেকে এক শান্তির আহ্বান জানান।

আরও পড়ুন -  Actors and Actresses: মমতার বিজয়া সম্মিলনীতে অভিনেতা ও অভিনেত্রীরা বেশি ছিলেন