বন্ধ হচ্ছে মুরগির মাংসের জোগান, দুঃসংবাদ চিকেন প্রেমীদের জন্য

Published By: Khabar India Online | Published On:

বন্ধ হচ্ছে মুরগির মাংসের জোগান, দুঃসংবাদ চিকেন প্রেমীদের জন্য। 

পশ্চিমবঙ্গ পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে 18 জুলাই মধ্যরাত থেকে রাজ্য জুড়ে মুরগির পরিবহন বন্ধ থাকবে। 11 জুলাই পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় একটি মুরগির গাড়ির চালককে পুলিশ মারধরের অভিযোগে একটি ঘটনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Migrant Worker: গুলি করে খুন করা হলো বাংলার পরিযায়ী শ্রমিককে

চালককে থামিয়ে টাকা চাওয়া হয়েছিল এবং যখন সে টাকা দিতে পারেনি। টাকা দাবি করে তার মাথায় আঘাত করা হয় এবং গালাগালি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চালক।

আরও পড়ুন -  Viral Video: গভীর চুম্বন হাঁটুর বয়সী মেয়েকে নওয়াজউদ্দিন সিদ্দিকির, ভাইরাল ইন্টারনেটে ভিডিও

অ্যাসোসিয়েশন দাবি করেছে যে বৈধ নথি থাকা সত্ত্বেও, পুলিশ গাড়িটি আটক করেছে এবং তাদের অভিযোগের জবাব দেয়নি। ফলে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সমিতি। এই সিদ্ধান্ত সম্ভবত বাজারে মুরগির সরবরাহকে প্রভাবিত করবে এবং গ্রাহকদের প্রভাবিত করবে, বিশেষ করে বাংলায় যেখানে মুরগি একটি প্রধান প্রোটিন। এসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠিয়েছে কিন্তু এখনো কোনো জবাব পায়নি।

আরও পড়ুন -  Brazil Police: পুলিশের অভিযানে নিহত ১৮, ব্রাজিলে