Rice Price Hike: বাড়বে চালের দাম! নাগরিকদের জন্য সরকারের একটি বড় পরিকল্পনা রয়েছে।
সারা দেশে বর্ষা চলছে। কৃষকরা প্রতি বছর ধানের বীজ রোপণ করে এই সময়ে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ থেকে শুরু হয়ে যাবে ফসল কাটার পালা ও অক্টোবর মাস নাগাদ বাজারে চলে আসবে নতুন ফসল। এই পরিস্থিতিতে, বাজারে চালের (Rice Price Hike) জোগান প্রয়োজনের তুলনায় বেশি যাতে না হয়ে যায় সে জন্য চাল রপ্তানির উপরে নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, নতুন ফসল বাজারে ওঠার আগেই কিছু জাতের চাল রপ্তানির উপরে নিষেধাজ্ঞা শিথিল করতে পারে কেন্দ্র। কর্তৃপক্ষ সিদ্ধ চাল রপ্তানির উপরে ২০ শতাংশ কর ছাড় এবং ফিক্সড লেভি আরোপ করার বিষয়েও নাকি চিন্তা ভাবনা করা হচ্ছে। এটা বোঝা যাচ্ছে যে নতুন চাল বাজারে আসার আগে কেন্দ্র কিছু ধরণের চালের উপর রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করবে।
সরকারি সূত্রে জানা গেছে, বিগত দুই মাসে ভারতের মোট চাল রপ্তানি গত বছরের তুলনায় কমেছে ২১ শতাংশ। এর ফলে রপ্তানি কমে এসেছে ২.৯ মিলিয়ন টনে। অন্যদিকে নন বাসমতি চালের রপ্তানিও কমেছে ৩২ শতাংশ। ফলত চালের চালান কমে দাঁড়িয়েছে ১.৯৩ মিলিয়ন টনে। তাই সব দিক বিবেচনা করেই চাল রপ্তানির উপরে নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছে সরকার।
প্রতিবেদনে বলা হয়েছে যে ৮ জুলাই পর্যন্ত সারা দেশে প্রায় ১৪.৮ মিলিয়ন হেক্টর জমিতে ধান চাষ শুরু হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ১৯ শতাংশ বেশি বীজ রোপণ করা হয়েছে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় এ বছর আবাদের পরিমাণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।