অর্ধেক শার্টের মধ্যে দিয়ে ক্লিভেজ দৃশ্যমান, ৪০ পেরিয়েও উষ্ণতা ছড়াচ্ছেন করিনা

Published By: Khabar India Online | Published On:

অর্ধেক শার্টের মধ্যে দিয়ে ক্লিভেজ দৃশ্যমান, ৪০ পেরিয়েও উষ্ণতা ছড়াচ্ছেন করিনা।

বলিউডের হটেস্ট অভিনেত্রী কে? বর্তমানে, অনেক তরুণ প্রজন্মের নায়িকারা লাইমলাইটে আছেন, কিন্তু এই খেতাবের ধারক ছিলেন কেবল একজন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। তিনি যে চরিত্রে অভিনয় করেছেন তার উপর ভিত্তি করে তিনি তার ব্যক্তিগত জীবনের পরিস্থিতি নিয়ে চিন্তা করতেন। তারপরও তার জনপ্রিয়তা কমেনি। এমনকি 40 এর পরেও, এখনো অবশ্য তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। ৪০ পেরিয়েও এখনো একই রকম হ্যাপেনিং বেবো।

আরও পড়ুন -  Ganesh Chaturthi: গণেশ পুজো করলেন তৈমুর, ছবি শেয়ার হতেই কটাক্ষ নেটিজেনদের

সোশ্যাল মিডিয়ায় তাঁর স্টাইল, ব্যক্তিগত জীবন এখনও গুঞ্জনের কেন্দ্রবিন্দু। তিনি নিজেও ইন্টারনেট দুনিয়ায় ঘুরতে ভালোবাসেন। তার ছবি এবং ভিডিও ছাড়াও, তিনি পারিবারিক ছবি এবং অবকাশের ডায়েরিও শেয়ার করেন। করিনা মাঝেমধ্যেই পরিবারের সঙ্গে এদিক সেদিক ঘুরতে যেতে দেখা যায়। তাঁর সেই সব ছবি দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা।

আরও পড়ুন -  Saif Ali Khan: বেডরুম সিক্রেট ফাঁস করলেন মেয়ের সামনেই, সইফ!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কোথাও ঘুরতে গিয়ে ছবিটি তোলা। মিরর সেলফিতে দেখা যাচ্ছে বেবোর পরনে বোতাম খোলা একটি শার্ট। আর ফাঁকে উঁকি দিচ্ছে সবুজ সুইমস্যুট। চোখে সানগ্লাস পরে নিজেকে লেন্স বন্দি করেছেন করিনা।

এই বয়সেও, তার তারুণ্যের চেহারা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রসঙ্গত, সইফ আলি খানের আগে অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ প্রেম ছিল করিনার। কিন্তু শাহিদ ও করিনা সম্পর্ক বেশিদিন টেকেনি। সইফ বা করিনার কারোরই সম্পর্ক টেকেনি। ‘টশন’ ছবির সেটে করিনা ও সইফের প্রথম আলাপ ও প্রেম। ২০১২ সালে বিয়ে করেন তাঁরা। দ্বিতীয় বিয়েতেও দুই সন্তান হয় সইফের, তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খান।