Free Electricity: দেশবাসী বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পাবে, কি বলেছেন মোদি সরকার?

Published By: Khabar India Online | Published On:

Free Electricity: দেশবাসী বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পাবে, কি বলেছেন মোদি সরকার?

এবার বিদ্যুৎ পেতে চলেছে দেশবাসী বিনামূল্যে। এক কিলোওয়াট সোলার প্যানেল যদি ইন্সটল করেন, তবেই বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পাবেন। এখন গোটা দেশের গরমের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। এবার সূর্যের তাপকে কাজে লাগিয়ে আপনার বাড়ির যদি বিদ্যুতের বিল খানিকটা কম আসে, তবে কোন কথাই নেই।

লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী চালু করেন প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। যে হারে বিদ্যুতের বিলের পরিমাণ বাড়ছে অথবা যে হারে বিদ্যুতের চাহিদা বাড়ছে, সেই কারণে এইরকম চাহিদাতে বিদ্যুতের বিল খানিকটা কম করা যায়, সেই জন্য এই প্রকল্প শুরু হয়েছে।

আরও পড়ুন -  ইউপিএসসি সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা ২০২০ এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস(প্রিলিমিনারি) ২০২০-এর পরীক্ষার্থীদের পছন্দ অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের ব্যাপারে ইউপিএসসি-র বিজ্ঞপ্তি

সরকার কত টাকা এখানে বিনিয়োগ করবেন?

৭৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করে দেশের ১ কোটি পরিবারকে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করছে। কেন্দ্রীয় সরকারের অধীনে নিজের পকেট থেকে মাত্র কয়েকটা টাকা যদি খরচ করতে পারেন, তবে আপনার নিজের বাড়িতে বিদ্যুতের চাহিদা মিটবে।

বাকি অবশিষ্ট বিদ্যুৎ বিক্রি করে টাকাও রোজগার করা যাবে। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার থেকে ভর্তুকি পাবেন। অনেক ভাবে টাকা রোজগার করা, আর টাকা বাঁচানোর পথ দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

সব কিছু জানার পর যদি প্রধানমন্ত্রীর এই সূর্য ঘর এর প্রকল্পের সুবিধা নিতে চান, তবে নিচে লেখাগুলি পড়ুন।

আরও পড়ুন -  এই প্রথম সন্তানের মা হলেন অভিনেত্রী সোনালি চৌধুরী, মহামারীর মধ্যেও সোনালী আলো খুঁজে পেয়েছেন

বাড়িতে এই সোলার প্যানেল বসিয়ে টাকা কত টাকা রোজগার হবে?

যদি নিজের বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করেন, তবেই বিনামূল্যে এই প্রকল্পের অধীনে ভর্তুকের জন্য আবেদন করে যাবে। মনে রাখবেন, এই ভর্তুকি পেতে হলে লোড ৮৫% এর বেশি হলে হবে না।

১ কিলোওয়াটের জন্য মোট ১৮ হাজার টাকা দেবে সরকার।
২ কিলোওয়াট পর্যন্ত ৩০,০০০ টাকা দেবে সরকার।
৩ কিলোওয়াটের জন্য ৭৮,০০০ টাকা ভর্তুকি দেবে সরকার।

এখানে কত টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে?

১ কিলোওয়াট সোলার প্যানেল ১২০ কিলোওয়াট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে।
৩ কিলোওয়াট সোলার প্যানেল থেকে ৭ টাকা প্রতি ইউনিটে মোট ৩০,২৪০ টাকা সাশ্রয় করতে পারবেন।
৩ কিলোওয়াটের দাম ২ লক্ষ টাকা। ভর্তুকি দেওয়া হবে ৭৮,০০০ টাকা। তার জন্য খরচ হবে ১.২ লক্ষ টাকা।
প্রতি বছর আপনি ৩০ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে, সম্পূর্ণ খরচ তুলতে পারবেন।

আরও পড়ুন -  Free Electricity: দারুণ খবর কৃষকদের জন্য, বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, জানুন কীভাবে পাবেন এই সুযোগ

কত টাকা খরচ হয় সোলার প্যানেল ইনস্টল করতে?

১ কিলোওয়াটের জন্য খরচ পরবে প্রায় ৯০ হাজার টাকা।
২ কিলোওয়াটের জন্য খরচ পরবে ১.৫ লাখ টাকা।
৩ কিলোওয়াটের জন্য খরচ পরবে ২ লাখ টাকা পর্যন্ত।