School Timing: স্কুলে যাওয়ার সময় বদল, শিক্ষার্থীদের এই সময়ে যেতে হবে

Published By: Khabar India Online | Published On:

School Timing: স্কুলে যাওয়ার সময় বদল, শিক্ষার্থীদের এই সময়ে যেতে হবে। 

প্রচন্ড গরমের কারণে রাজ্যের প্রায় ৪০ হাজার বিদ্যালয় জুন মাসের জন্য স্কুলের সময়সূচি পরিবর্তন হয়েছে। এই অতিরিক্ত গরমের কারণে স্কুলে বসে ক্লাস করতে খুব অসুবিধায় পড়ছে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা। আবার এই প্রচন্ড গরমে বহু ছাত্রছাত্রী বিদ্যালয়ে গিয়ে ক্লাস করতে পারছে না।

আরও পড়ুন -  Bernardo Silva: পেয়ে গেছে পিএসজি, মেসির বিকল্প!

অসুস্থ হয়ে পড়ছে। গত তিন দিনের রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব স্কুলগুলিতেই সকালে স্কুল করার সিদ্ধান্ত নিয়েছে।

সেই আগের মতন গরম আবার ফিরেছে। বিভিন্ন জায়গাতে নতুন করে শুরু হয়েছে তাপপ্রবাহ।

এই নতুন সময়সূচি ঠিক মতন অনুসরণ করছে তো?

এই নতুন সময়সূচি ঠিকঠাক করে অনুসরণ করা হচ্ছে কিনা তা দেখার জন্য স্কুল শিক্ষা দপ্তর জেলায় জেলায় নানান জায়গায় পরিদর্শককে পাঠাচ্ছেন। রাজ্যে মোট ৬৪ হাজার স্কুল, তার মধ্যে ৫০ হাজার প্রাথমিক স্কুল ও ১৪ হাজার মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলগুলি।

আরও পড়ুন -  Mbappe: ভাইরাল ছবি, ট্রাম্প কন্যার সঙ্গে এমবাপে

এই প্রচন্ড গরমের জন্য স্কুল শিক্ষা দপ্তর স্কুলগুলিতে আসার জন্য তাদের সময়সূচি পরিবর্তন করার অনুমতি দিয়েছে। তরফ থেকে জানানো হয়েছে, যেখানে যেখানে প্রয়োজন মনে করা হবে, যেখানে প্রচন্ড তাপপ্রবাহ থাকবে, সেখানে ইচ্ছা করলে পরিস্থিতি অনুযায়ী স্কুলগুলো সকালে করতে পারে।

আরও পড়ুন -  Ganga Vilas: ‘গঙ্গা বিলাস’, বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ যাত্রা শুরু করল

স্কুলগুলির তরফ থেকে কি বলা হয়েছে?

স্কুলগুলির তরফ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনভাবেই কোন ছাত্র-ছাত্রী পড়াশোনা সিলেবাস শেষ করতে অসুবিধা না হয়, সেদিকে খেয়াল করতে হবে।