PM Awas Yojana: পাকা বাড়ির সাথে অনেক কিছু দেবে সরকার

Published By: Khabar India Online | Published On:

PM Awas Yojana: পাকা বাড়ির সাথে অনেক কিছু দেবে সরকার। 

প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhanmantri Awas Yojana) নাম না করলে নয়। কারণ এই প্রকল্পের মাধ্যমে অনেক উপকার হয়েছে দরিদ্র মানুষদের। এখনো অনেক মানুষ এমনও আছেন, যাদের মাথার উপর ছাদটুকু নেই। সেই সব মানুষদের জন্য নিজস্ব একটি পাকা বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় প্রধানমন্ত্রী আবাস যোজনা। সম্প্রতি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর এই প্রকল্পটি নিয়ে নতুন করে আবার ভাবনা চিন্তা শুরু করেছেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন -  এ যাবৎ একদিনেই সুস্থতার হারে সর্বাধিক বৃদ্ধি; ৩৬ হাজারেরও বেশি রোগী আরোগ্যলাভ করেছেন

আবাস যোজনায় কি কি সুবিধা রয়েছে?

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, নতুন করে আরও ৩ কোটি মানুষকে বাড়ি দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। সাথে এই বাড়িগুলিতে জল, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ এর সুবিধা থাকবে। সবকিছুই দেওয়া হবে সরকারের তরফে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি একবার আইনি জটিলতার জন্য কিছু সময় বন্ধ ছিল।

শহরে এলাকায় কাজ বন্ধ থাকলেও গ্রামের দিকে কিন্তু কাজ চালু ছিল এই প্রকল্পের। এবারে নতুন করে শহরে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এবার গ্রাম এবং শহর মিলিয়ে প্রায় ৩ কোটি মানুষ এই প্রকল্পে লাভ পাবেন।

আরও পড়ুন -  ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের ৭০ শতাংশই মহারাষ্ট্র, কেরল, দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়ের বাসিন্দা

টাকা কি ভাবে পাবে?

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়িগুলি তৈরি করা হয় সেগুলিতে খরচ পড়ে বাড়ি পিছু ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। তার মধ্যে ১ লক্ষ ৯৩ হাজার টাকা দেয় রাজ্য সরকার আর ১ লক্ষ ৫০ হাজার টাকা দেয় কেন্দ্রীয় সরকার। বাকি ২৫ হাজার টাকা দিতে হয় বাড়ির মালিককে। এটা টাকা কয়েকটি কিস্তিতে দেওয়া হয়। এই টাকা ঢোকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

আরও পড়ুন -  দুদিনের বাঁকুড়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আবার নতুন করে চালু হচ্ছে এই প্রকল্পঃ

আগে এই প্রকল্পে প্রথম কয়েকটি কিস্তির টাকা শোধ করলেও সমস্ত টাকা শোধ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। তার জন্য বন্ধ রাখতে হয়েছিল প্রকল্পের কাজ। কিন্তু এবার নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ শুরু হলে আর সমস্যা নতুন করে দেখা দেবে না বলেই মনে করা যাচ্ছে।